কিন্তু এই অবস্থায় বুধবার মিলল এই জটিলতার সমাধানের ইঙ্গিত। এদিন কেন্দ্রের সঙ্গে দশম দফার বৈঠকে বসেছিলেন আন্দোলনরত কৃষকরা। সেই বৈঠক থেকেই উঠে এসেছে কিছু ইতিবাচক বার্তা। এদিনের বৈঠকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার আন্দোলনকারী কৃষকদের জানিয়েছেন, আগামী এক বা দেড় বছরের জন্য কৃষি আইন স্থগিত রাখবে কেন্দ্র। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েও একথা জানাবে সরকার।
গঠন করা হবে একটি বিশেষ কমিটি। কেন্দ্রের এই প্রস্তাব নিয়ে বৃহস্পতিবার নিজেদের মধ্যে আলোচনায় বসছে আন্দোলনকারী কৃষকরা। সেখানেই এই বিষয়ে নিজেদের অবস্থান জানাবেন আন্দোলনকারীরা। এরপর আগামী ২২ জানুয়ারি, একাদশ দফার বৈঠকে তাঁরা নিজেদের বক্তব্য জানাবেন কেন্দ্রকে।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর থেকে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমান্তে প্রবল ঠাণ্ডার মধ্যেও বিক্ষোভ দেখাচ্ছেন পঞ্জাব-হরিয়ানার কৃষকরা।