দ্বিতীয় পর্যায়ে করোনা টিকা নিতে পারেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীরা

অনলাইন ডেস্ক, ২১ জানুয়ারি।।করোনা টিকাকরণের দ্বিতীয় পর্যায়ে টিকা নিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সরকারি সূত্রে এই খবর জানা গিয়েছে। কেন্দ্রীয় সূত্রের খবর, দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ভ্যাকসিন নেবেন।

দেশজুড়ে প্রথম পর্যায়ের টিকাকরণ চলছে। গত শনিবার থেকে শুরু হওয়া সেই প্রক্রিয়ায় স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাফাইকর্মী-সহ দেশের তিন কোটি প্রথমসারির করোনা যোদ্ধাকে টিকা প্রদান করা হবে।

দ্বিতীয় পর্যায়ের টিকা দেওয়া হবে ৫০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের। মোদী-সহ দেশের অধিকাংশ অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীই সেই তালিকায় চলে আসছেন। চলে আসছেন, ৫০ বছরের বেশি বয়সী সাংসদ, বিধায়ক এবং অন্য নির্বাচিত জনপ্রতিনিধিরাও।

কিন্তু করোনা টিকার সুরক্ষা নিয়ে একাংশের মনে যে সংশয় তৈরি হয়েছে, তা দূর করতে মোদীকেও টিকা প্রদানের দাবি জানান বিরোধীরা। যদিও প্রথম পর্যায়ে সেই সম্ভাবনা যে নেই, তাতে কার্যত সিলমোহর পড়ে গেল।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক আধিকারিক বলেছেন, ‘প্রথম পর্যায় শেষ হওয়ার পর যখন প্রধানমন্ত্রীর টিকা নেওয়ার সুযোগ আসবে, তখন তিনি টিকা গ্রহণ করবেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?