এ নিয়ে প্রাক্তন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস বলেন, দুষ্কৃতীরা বিরোধী দলের কর্মী সদস্যদের ওপর যেমন আক্রমণ সংঘটিত করছে, তেমনি বিরোধী দলের নেতা থেকে শুরু করে সাংসদের উপরও আক্রমণ সংঘটিত করেছে। উপরন্ত বিরোধী সিপিআই(এম) দলের অফিস ঘরও ভাঙচুর করে দুষ্কৃতীরা। এরই প্রতিবাদ জানাচ্ছে দলীয় কর্মীরা সারা রাজ্যব্যাপী।
তিনি বলেন, কিছুদিন পূর্বে রাজ্যের বিরোধী দলনেতার নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজ্যের আইন-শৃঙ্খলার বিষয় নিয়ে রাজভবনে রাজ্যপালের সাথে ও সাক্ষাৎ করেন।