সাংসদের উপর দুষ্কৃতীকারিদের আক্রমণের প্রতিবাদ সিপিএমের

স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২০ জানুয়ারি।। রাজ্যসভার সাংসদ ঝর্ণা দাশ বৈদ্যের বাড়িতে ভাঙচুর এবং সাংসদের উপর দুষ্কৃতীকারিদের আক্রমণের প্রতিবাদ জানিয়ে সিপিআই(এম) তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে বুধবার সিপিআই(এম) তেলিয়ামুড়া বিভাগীয় কার্যালয়ের সামনে দলীয় কর্মীরা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানায়।

এ নিয়ে প্রাক্তন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস বলেন, দুষ্কৃতীরা বিরোধী দলের কর্মী সদস্যদের ওপর যেমন আক্রমণ সংঘটিত করছে, তেমনি বিরোধী দলের নেতা থেকে শুরু করে সাংসদের উপরও আক্রমণ সংঘটিত করেছে। উপরন্ত বিরোধী সিপিআই(এম) দলের অফিস ঘরও ভাঙচুর করে দুষ্কৃতীরা। এরই প্রতিবাদ জানাচ্ছে দলীয় কর্মীরা সারা রাজ্যব্যাপী।

তিনি বলেন, কিছুদিন পূর্বে রাজ্যের বিরোধী দলনেতার নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজ্যের আইন-শৃঙ্খলার বিষয় নিয়ে রাজভবনে রাজ্যপালের সাথে ও সাক্ষাৎ করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?