রাজ্যপাল বলেন, সাধারণ জনগণের কাছে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলির কথা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে দূরদর্শন৷ তিনি আশা প্রকাশ করেন রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে উদীয়মান প্রতিভাদের দূরদর্শনে অনুষ্ঠান করার সুুযোগ করে দিতে এগিয়ে আসবে ডিডি ত্রিপুরা৷ যাতে করে রাজ্যের তরুণ প্রতিভার বিকাশ ঘটে৷ তাছাড়াও তিনি রাজ্যের ঐতিহ্যগত দিকগুলির পাশাপাশি রাজ্যের সাংস্ক’তিক কর্মসূচিগুলিও দূরদর্শনের মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান৷
অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, জনগণের সহযোগিতা ছাড়া কোনও রাজ্যের সম্পর্ণ বিকাশ সম্ভব নয়৷ তাই ত্রিপুরাকে মডেল রাজ্য গড়ার ক্ষেত্রে জনগণের সহযোগিতা কামনা করেন৷ অনুষ্ঠানে সাংসদ রেবতী ত্রিপুরা উপস্থিত ছিলেন৷ স্বাগত বক্তব্য রাখেন ডিডি ত্রিপুরার জোনাল প্রধান (প্রোগ্রাম) এন চন্দ্রশেখর৷ তাছাড়া ডিডি ত্রিপুরার ডিরেক্টর পি রঙ্গস্বামী এবং প্রোগ্রাম হেড অপর্ণা দাস উপস্থিত ছিলেন৷