অনলাইন ডেস্ক, ২১ জানুয়ারি।। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য এক কোটি টাকা সাহায্য দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। বৃহস্পতিবার এই বিজেপি সাংসদ বলেন, সকল ভারতীয়ই রাম মন্দির গড়ে তোলার স্বপ্ন দেখেন।
অবশেষে মানুষের সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে হতে চলেছে। এই মন্দির একতা ও প্রশান্তির পথ প্রশস্ত করবে। এই কাজে আমার এবং আমার পরিবারের তরফ থেকে একটি ছোট্ট অবদান রইল।
উল্লেখ্য, ১৫ জানুয়ারি থেকে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ও বিশ্ব হিন্দু পরিষদ যৌথভাবে গোটা দেশজুড়ে মন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহ অভিযান শুরু করেছে। দেশের ১৩ কোটিরও বেশি পরিবারের কাছে পৌঁছন তাদের লক্ষ্য।
এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘শ্রী রাম মন্দির ধন সংগ্রহ অভিযান’। প্রথম দিনেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাম মন্দির নির্মাণের জন্য ছয় লক্ষ টাকা দিয়েছেন। এই কর্মসূচি শুরু হওয়ার প্রথম তিন দিনের মধ্যেই ১০০ কোটি টাকা অনুদান সংগ্রহ করা হয়েছে বলে ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে।
দিল্লিতে বিজেপির পক্ষ থেকে বাড়ি বাড়ি ঘুরে অর্থ সংগ্রহ করা হচ্ছে। বিজেপির সাধারণ সচিব ও এই প্রকল্পের আহ্বায়ক কুলজিৎ চাহাল বলেছেন, বহু মানুষের আবেগ জড়িয়ে রয়েছে এই মন্দিরের সঙ্গে।
অনেকেই ১ কোটি টাকা বা তারও বেশি অনুদান দিতে চাইছেন। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রাজ্যসভার কংগ্রেস নেতা দিগ্বিজায় সিং কিছুদিন আগেই মন্দির নির্মাণের জন্য একটি ১ লক্ষ ১১ হাজার ১১১ টাকা দিয়েছেন।