সিএনএন জানায়, মেরিল্যান্ডে জয়েন্ট বেজ অ্যান্ড্রুজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায়ী ভাষণের পর গির্জার উদ্দেশে রওনা দেন বাইডেন।মেরিল্যান্ডের উদ্দেশে উড়াল দেওয়ার আগে শেষবারের মতো হোয়াইট হাউস ছাড়েন ট্রাম্প। সেসময় তার সঙ্গে ছিলেন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প।
বুধবার সকালে ওয়াশিংটন ডিসির অ্যাপোস্টলে সেন্ট ম্যাথিউ ক্যাথিড্রালে হাজির হয় বাইডেনের গাড়িবহর। নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন স্ত্রী জিল বাইডেন।ক্যাথিড্রালে বাইডেনের পরিবারের অন্যান্য সদস্যরা, নবনির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস তার পরিবারসহ এক প্রার্থনায় যোগ দেন।
শপথ গ্রহণের আগে মার্কিন প্রেসিডেন্টরা সাধারণত হোয়াইট হাউসের কাছেই সেন্ট জন এপিসকোপাল চার্চে প্রার্থনায় যোগ দেন। ফলে এটি ‘চার্চ অব দ্য প্রেসিডেন্ট’ হিসেবে পরিচিত হয়ে উঠে।তবে ক্যাথলিক হিসেবে প্রার্থনার জন্য সেন্ট ম্যাথিউ ক্যাথিড্রালকেই বেছে নিয়েছেন বাইডেন।
সেন্ট ম্যাথিউতে বেশি কিছু ঐতিহাসিক ঘটনার জন্য বিখ্যাত। যার মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছিল এই গির্জাতে। পোপ জন পল দ্বিতীয়, পোপ ফ্রান্সিস, মাদার তেরেসার মতো ব্যক্তিত্বরা এ গির্জা ভ্রমণ করেন।