অনলাইন ডেস্ক, ২১ জানুয়ারি।। ভূস্বর্গে ফের পাক জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতের নিরাপত্তাবাহিনী। মঙ্গলবার রাত থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তুমুল গুলির লড়াইয়ে মৃত্যু হল তিন জঙ্গির।
তবে জঙ্গিদের আক্রমণে চার ভারতীয় সেনা জখম হয়েছে বলেও জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে জম্মু জেলার আখনুর সেক্টরে। ২০২১ সালে এখনও পর্যন্ত এটাই জম্মু-কাশ্মীরে সবচেয়ে বড় সংঘর্ষবিরতির লঙ্ঘনের ঘটনা।
জানা গিয়েছে, জঙ্গিদের এই অনুপ্রবেশে সাহায্য করতে মঙ্গলবার সন্ধ্যে থেকে আখনুর সেক্টরের খউর এলাকায় আচমকা সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলি চালাতে শুরু করে পাক সেনা।
পাল্টা জবাব দেয় ভারতের নিরাপত্তা বাহিনীও। রাতভর গুলির লড়াই চলার পর মৃত্যু হয় তিন জঙ্গির।