অনলাইন ডেস্ক, ২১ জানুয়ারি।।ভারতে তৈরি করোনার ভ্যাকসিনের চাহিদা তুঙ্গে। ইতিমধ্যেই ভারত ছয়টি প্রতিবেশী দেশকে করোনার ভ্যাকসিন পাঠিয়েছে। কিন্তু বিশ্বের আরো ৯২ টি দেশ এই মুহূর্তে ভারতের কাছ থেকে ভ্যাকসিন কিনতে চাইছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, মায়ানমার ও সেশেলসে করোনার টিকা পাঠিয়েছে দিল্লি।
দু’একদিনের মধ্যেই হয়তো শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং মরিশাসে ভ্যাকসিন পাঠানো হবে। বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে তৈরি টিকার জন্য একাধিক দেশ অপেক্ষা করে আছে।
প্রতিবেশী দেশগুলি তো বটেই, অন্য মহাদেশ থেকেও বিভিন্ন দেশে করোনার টিকা চাইছে। এখনও পর্যন্ত প্রায় ৯২টি দেশ টিকা চাইছে বলে খবর। বিদেশমন্ত্রক আরও জানিয়েছে, ইতিমধ্যেই ব্রিকস এর অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা ভারতের কাছ থেকে প্রতিষেধক কেনার কথা ঘোষণা করে দিয়েছে।
এছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপিনস, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, তাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরের মত দেশও আমাদের কাছ থেকে প্রতিষেধক কেনার ব্যাপারে কথাবার্তা চালাচ্ছে।
আমরা মানবতার স্বার্থে বিশ্বের সব দেশকেই টিকা সরবরাহ করতে চাই। কিন্তু সেটা তো উৎপাদন করতে হবে। টিকা উৎপাদন করা না গেলে কিভাবে এই চাহিদা সামাল দেওয়া যাবে তা নিয়ে উদ্বেগে পড়েছে বিদেশমন্ত্রক।
পাশাপাশি দেশেও রয়েছে বিপুল চাহিদা। এই মুহূর্তে দেশে প্রতিটি মানুষকে দুটি করে টিকার ডোজ দিতে হলে ২৭০ কোটি ডোজ টিকা উৎপাদন করতে হবে। এখনও পর্যন্ত দেশের দু’টি সংস্থা এই টিকা উৎপাদন করছে। তাদের পক্ষে কোনওভাবেই এই বিপুল চাহিদা সামাল দেওয়া সম্ভব নয়।