ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ জানুয়ারি।। শহীদ ভগৎ সিং যুব আবাসে আজ ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের ২০২০-২১ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়৷ সভায় ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের চেয়ারম্যান তথা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব, বোর্ডের সদস্য তথা ৮টি জিলা পরিষদের সভাধিপতিগণ, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা শরদিন্দ চৌধুরী সহ জেলা ক্রীড়া আধিকারিকগণ ও অন্যান্যগণ উপস্থিত ছিলেন৷ ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের সাধারণ সভার শেষে ক্রীড়ামন্ত্রী জানান, সভায় ২০১৯-২০ অর্থবছরে স্কুল স্পোর্টস বোর্ডের কাজকর্ম নিয়ে পর্যালোচনা করা হয়৷ কোভিড-১৯ জনিত কারণে রাজ্যে সমস্ত ধরণের খেলাধূলা বন্ধ ছিল৷

তাই আগামীদিনে রাজ্যে খেলাধূলাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সভায় বিস্তৃত আলোচনা হয়৷ তিনি আরও বলেন, ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের মাধ্যমে ইতিমধ্যে জাতীয়স্তরের অনুর্ধ-১৭ মহিলা ফুটবল, জিমন্যাস্টিক্স ও অনুর্ধ-১৭ পুরুষ ফুটবল খেলা, রাজ্যভিত্তিক ভলিবল প্রতিযোগিতা সফলতার সাথে আয়োজন করা হয়েছে৷ আগামীদিনে রাজ্যভিত্তিক কাবাডি ও ব্যাডমিন্টন খেলা আয়োজনের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে৷ সভায় প্রজেক্টারের মাধ্যমে বোর্ডের বিগত ও চলতি অর্থবছরের সকল কাজকর্মের রূপরেখা তুলে ধরেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উপধিকর্তা পাইমং মগ৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?