স্টাফ রিপোর্টার, আমবাসা, ১৯ জানুয়ারি।। পারিবারিক বিবাদের জেরে গত ১১ ই জানুয়ারি জামাইয়ের হাতে খুন হয়েছিল শাশুড়ি ও স্ত্রী। আমবাসা কলোনি এলাকায় জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে ছিল মহকুমায়। জামাতা নারায়ন দাস তার শাশুড়ি ও স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করেছিল । এ ঘটনার পর অসুস্থ হয়ে পড়ে খুনি জামাতা নারায়ন দাস। এতদিন তার চিকিৎসা চলছিল আগরতলা জিবি হাসপাতালে।
গতকাল রাতে তাকে জিবি হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় এবং আমবাসা থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করে আমবাসা থানার পুলিশ। যার কেইস নম্বর ০১/২১। ধারা প্রয়োগ করা হয়েছে ৩০২। তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে ধলাই জেলা আদালতে সোপর্দ করে পুলিশ। উল্লেখ্য প্রকাশ্য দিবালোকে জামাতা নারায়ণ দাস খুন করেছিল শাশুড়ি ও স্ত্রীকে।