এ বিষয়ে যুব মোর্চা কর্মীদের কাছে সুনিদৃষ্ট খবর ছিল। সেই খবরের ভিত্তিতে নেশা কারবারিদের আটক করার জন্য তারা উৎপেতে বসেছিল।মঙ্গলবার দুপুর নাগাদ নেশা কারবারিরা যখন স্কুল সংলগ্ন এলাকায় আসে তখন তাদেরকে নেশাজাতীয় সামগ্রীসহ হাতেনাতে আটক করা হয়।
নেশা সামগ্রীসহ আটক দুই যুবককে গণধোলাই দেন উত্তেজিত জনতা। তাতে তারা দুজনেই আহত হয়। তাদেরকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে। দুই নেশা কারবারিকে আটক করার সংবাদে এলাকার জনমনে স্বস্তি ফিরেছে। আটকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী। উল্লেখ্য গত বেশ কিছুদিন ধরেই এলাকায় নেশা কারবারিদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছিল। ভয়ঙ্কর নেশার কবলে পড়ে এলাকার যুবসমাজ মারাত্মকভাবে কলুষিত হচ্ছিল।
সে কারণেই তাদেরকে আটক করার জন্য এলাকার লোকজন তৎপর হয়ে ওঠে।শেষ পর্যন্ত যুব মোর্চার সদস্যরা তাদেরকে আটক করতে সক্ষম হয়।যুব মোর্চার পক্ষ থেকেও আটক নেতা-কর্মীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে জোরালো দাবি জানানো হয়েছে।