দুটি পৃথক পথদুর্ঘটনায় তিনজন গুরুতর ভাবে আহত

স্টাফ রিপোর্টার, কল্যাণপুর, ১৯ জানুয়ারি।। কল্যাণপুর ও উদয়পুরে দুটি পৃথক পথদুর্ঘটনায় তিনজন গুরুতর ভাবে আহত হয়েছে। আহতদের মধ্যে দুজন স্কুল ছাত্র। ঘটনার বিবরণে জানা যায় কল্যাণপুরে দুটি অটোর মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে। আহতের নাম অতুল দেববর্মা। পেশায় সবজি ব্যবসায়ী। কল্যাণপুর থেকে সবজি কিনে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল ওই ব্যক্তি। দুটি অটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাধলে অতুল দেববর্মা নামে ওই ব্যক্তি গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে আসেন। খবর পাঠানো হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনীর জওয়ানরা এসে আহত অতুল দেববর্মাকে উদ্ধার করে প্রথমে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যায়।তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কল্যাণপুর হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কলানপুর থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনাগ্রস্ত অটো দুটি আটক করেছে কল্যাণপুর থানার পুলিশ।চালকদের অসাবধানতা ও দ্রুতগামী তার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এদিকে উদয়পুরে একটি টমটম ও মিনি ট্রাক এর মধ্যে সংঘর্ষে দুই স্কুলছাত্রী গুরুতরভাবে আহত হয়েছে। সংবাদ সূত্রে জানা গেছে টমটমে করে রমেশ স্কুলের দুই ছাত্রী স্কুলে যাচ্ছিলো। একটি মিনি ট্রাক এসে টমটমকে ধাক্কা দেয়। মিনি ট্রাকের ধাক্কায় টমটম থেকে ছিটকে পড়ে ওই দুই ছাত্রী। ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ছুটে আসেন। খবর পাঠানো হয় দমকল বাহিনীকে।

দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে আহত ছাত্রীদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। তারা বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রাধা কিশোর পুর থানার পুলিশ। দুর্ঘটনাস্থল থেকে টমটম এবং মিনি ট্রাক আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ব্যাপারে থানায় একটি মামলা গৃহীত হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।মিনি ট্রাক চালকের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?