স্টাফ রিপোর্টার, বিশালগড়,১৯ জানুয়ারি।। প্রদেশ কংগ্রেস সভাপতি পিযুষ কান্তি বিশ্বাসের উপর আক্রমন এবং গাড়ি ভাঙচুর ঘটনায় আটক করা হয় ৩ জনকে। তাদের প্রত্যেকের বাড়ি বিশালগড় এলাকায়। এরা হলেন জামাল হোসেন(৩২) ,শরিফ মিয়া(৩৫) এবং কুমার জিৎ সাহা উরুফে কিসান। এদিকে জামাল এর পরিবারের পক্ষ থেকে জানা যায় জামাল হোসেন গত পাঁচ দিন ধরে অসুস্থতায় ভুগছে এই ঘটনার সঙ্গে জড়িত ছিলোনা তার পরেও বিশালগড় থানার পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে এলাকাবাসীর পক্ষ থেকে জানা যায় যাদেরকে আটক করা হয়েছে তারা এই ঘটনার সঙ্গে জড়িত নয় কিন্তু পুলিশ কি কারণে তাদেরকে আটক করেছে তা নিয়ে নানা প্রশ্ন দেখা দেয় ।
আরো জানা যায় প্রকৃত আসামীদেরকে আটক করতে না পেরে অসহায় পরিবারের যুবকদের আটক করে পুলিশ তবে মঙ্গলবার পুলিশের ভূমিকা নিয়ে এক প্রকার ছি ছি রব উঠেছে। জানা যায় তাদের বিরুদ্ধে মামলা নাম্বার ৪/২১। বিশালগড় থানায় ৩২৫/৩০৭/৪২৭/৩৪ আইপিসি ধারায় মামলা নিয়ে বিশালগড় আদালতে তোলা হয়। তাদেরকে পাঁচ দিনের জন্য জেল হেপাজতে পাঠায় আদালত।