সুপ্রিম কোর্ট ও কেন্দ্র ট্রাক্টর মিছিল নিয়ে যাবতীয় দায় ঠেলল পুলিশের ঘাড়ে

অনলাইন ডেস্ক, ২০ জানুয়ারি।। নরেন্দ্র মোদি সরকারের তৈরি করা তিন কৃষি আইন বাতিলের দাবিতে ২৬ জনুয়ারি দিল্লিতে মিছিলের ডাক দিয়েছে চল্লিশটি কৃষক ইউনিয়ন। ওই মিছিলে বেশ কয়েক হাজার কৃষক অংশ নিতে চলেছেন। ২৬ জনুয়ারি দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের একাধিক অনুষ্ঠান পালন করা হয়ে থাকে। তাই ওই দিন যাতে দিল্লিতে ট্রাক্টর মিছিলের অনুমতি দেওয়া না হয় সেজন্য সুপ্রিম কোর্টে একটি আবেদন করা হয়েছিল।

দু’দিন আগে সুপ্রিম কোর্ট এক নির্দেশে জানিয়েছিল, তারা এই মিছিলের ব্যাপারে কোনও নির্দেশ জারি করবে না। বরং দিল্লি পুলিশকে ট্রাক্টর মিছিল নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার নিতে হবে। এরপরেও ফের ওই ট্রাক্টর মিছিলের অনুমতি না দেওয়ার জন্য শীর্ষ আদালতে আবেদন জানানো হলে বুধবার সুপ্রিম কোর্ট আরও একবার স্পষ্ট জানিয়ে দিল, ট্রাক্টর মিছিল নিয়ে তারা কোনও নির্দেশ জারি করবে না। পাশাপাশি কেন্দ্রীয় সরকারও এদিন জানিয়ে দিয়েছে, ট্রাক্টর মিছিল নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার সেটা পুলিশকেই নিতে হবে।

শীর্ষ আদালত এদিন জানায়, কাউকে মিছিল করার অনুমতি দেওয়া বা না দেওয়া পুলিশের ব্যাপার। তাই ট্রাক্টর মিছিল নিয়ে পুলিশকেই সিদ্ধান্ত নিতে হবে। আদালত কোনও রায় দেবে না। অন্যদিকে কেন্দ্র জানিয়েছিল সাধারণতন্ত্র দিবসের আগে দিল্লিজুড়ে একাধিক অনুষ্ঠান রয়েছে। তাই ট্রাক্টর মিছিলের ফলে ওই অনুষ্ঠানগুলিতে বিঘ্ন ঘটতে পারে। হতে পারে আইনশৃঙ্খলার অবনতি। তাই এই মুহূর্তে ট্রাক্টর মিছিলের অনুমতি দেওয়া ঠিক হবে না।

সুপ্রিম কোর্ট চূড়ান্ত কোনও নির্দেশ না দেওয়ায় এদিন ট্রাক্টর মিছিল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কেন্দ্রও পুলিশের গাড়ি চাপিয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, কাউকে মিছিল করতে দেওয়া হবে কি হবে না সে বিষয়ে পুলিশই অনুমতি দিয়ে থাকে। এক্ষেত্রে পুলিশকেই যথাযথ সিদ্ধান্ত নিতে হবে। প্রথমে সুপ্রিম কোর্ট তারপরে কেন্দ্র ট্রাক্টর মিছিল সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার দায় পুলিশের ঘাড়ে চাপানোয় উদ্বেগ বেড়েছে পুলিশ মহলে। এই মুহূর্তে তাদের অবস্থা শ্যাম রাখি না কুল রাখি হয়েছে। ট্রাক্টর মিছিলের অনুমতি দেওয়া হলে তারা কেন্দ্রের রোষানলে পড়তে পারে। আবার ট্র্যাক্টর মিছিলের অনুমতি না দিলে কৃষক বিক্ষোভে উত্তাল হতে পারে দিল্লি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?