দ্বিতীয় ভ্যাকসিন ‘এপিভ্যাককরোনা’ ১০০% কার্যকর, দাবি রাশিয়ার

অনলাইন ডেস্ক, ২০ জানুয়ারি।। গোটা বিশ্ব লড়ছে করোনার সঙ্গে। কোনও কিছুতেই যেন বাগে আনা যাচ্ছে না। বরং বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনার ৪ স্ট্রেন উদ্বেগ আরও বাড়াচ্ছে। ভারতের পাশাপাশি বিশ্বের বহু দেশেই শুরু হয়েছে টিকাকরণ। তবু পরিস্থিতির উন্নতির তেমন লক্ষণ নেই। এরই মধ্যেই সুখবর দিল রাশিয়া। ‘স্পুটনিক ভি’-র পরে তাদের তৈরি দ্বিতীয় করোনা প্রতিষেধকটি একেবারে ১০০ শতাংশ কার্যকর বলে দাবি মস্কোর।

গত বছরের শেষে গামালিয়া ইনস্টিটিউটের তৈরি ‘স্পুটনিক ভি’ প্রতিষেধককে বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন হিসেবে ছাড়পত্র দিয়ে চমকে দিয়েছিল রাশিয়া। ক্লিনিক্যাল ট্রায়ালের পরেই দ্বিতীয় প্রতিষেধকটির কার্যকারিতা সম্পর্কে তারা নিশ্চিত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। সাইবেরিয়ার ‘ভেক্টর স্টেট রিসার্চ সেন্টার অব ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজি’র তৈরি এই প্রতিষেধকটির নাম এপিভ্যাককরোনা। দেশের উপ-প্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভা জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারি থেকেই সাধারণের জন্য টিকা উৎপাদন শুরু হয়ে যাবে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (২০ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে মৃত্যু সাড়ে ২০ লক্ষ ৬৫ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ৯ কোটি ৬৬ লক্ষের গণ্ডি পার করেছে। মৃত-আক্রান্তের নিরিখে শীর্ষে আমেরিকা। করোনার নয়া স্ট্রেনের আতঙ্কে ব্রিটেনে নতুন করে শুরু হয়েছে লকডাউন। মৃত ও আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে আমেরিকা। এ পর্যন্ত সেখানে করোনায় ৪ লক্ষ ১১ হাজার ৫৯৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ২ কোটি ৪৮ লক্ষ ০৬ হাজার ৯৬৪। এদিকে, আমেরিকার পরেই আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থান ভারতের। এদেশে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫ লক্ষ। অন্যদিকে, ব্রাজিলে মোট মৃত্যু ২ লক্ষ ১১ হাজার ৫১১। আক্রান্ত ৮৫ লক্ষ ৭৫ হাজার ৭৪২।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?