কিন্তু কমিটির সদস্যদের নিয়ে কৃষকরা আপত্তি তোলেন। কৃষকরা দাবি করেন, ওই চারজন অতীতে কৃষি আইনের পক্ষে মত প্রকাশ করেছেন। তাই তাঁদের সরিয়ে দিয়ে নতুন ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করতে হবে। ঘটনার জেরে বুধবার নতুন প্যানেল করার ব্যাপারে কেন্দ্রের মতামত জানতে চায় শীর্ষ আদালত। একই সঙ্গে দেশের প্রধান বিচারপতি এস এ বোবদে এদিন বলেন, কমিটির সদস্যরা সকলেই কৃষিক্ষেত্রে বিশেষজ্ঞ। তাই তাঁদের নামে নিন্দা করা উচিত নয়। কেন অযথাই তাঁদের নামে বদনাম করা হচ্ছে?
কৃষকদের উদ্ভূত সমস্যা তো কৃষি বিশেষজ্ঞরাই ভাল বুঝবেন। তাই বিশেষজ্ঞদের নিয়েই কমিটি গঠন করা হয়েছে। এরপরেও কৃষকরা কেন কমিটির সদস্যদের নিয়ে আপত্তি করছেন তা বোধগম্য হচ্ছে না। সুপ্রিম কোর্টের গড়ে দেওয়া এই কমিটি নিয়ে আদৌ খুশি নন কৃষকরা সে কারণে কৃষক নেতারা কমিটির সদস্যদের সঙ্গে কোনও রকম সহযোগিতা করছেন না।
কৃষকদের একটাই দাবি, এই নতুন আইন প্রত্যাহার করতে হবে। সুপ্রিম কোর্ট গঠিত কমিটিতে রয়েছেন কৃষি অর্থনীতিবীদ অশোক গুলাটি, শ্বেতকারী সংগঠনের সভাপতি অনিল ঘানওয়াত, আন্তর্জাতিক খাদ্য নীতি বিশেষজ্ঞ প্রমোদকুমার যোশী এবং ভারতীয় কিষাণ ইউনিয়নের সভাপতি ভূপিন্দর সিং মান। এই চারজনের মধ্যে ভূপিন্দর সিং অবশ্য কমেটি থেকে পদত্যাগ করেছেন।