সে দেশের প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কেরিট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর দেশের জন্য করোনার ভ্যাকসিন পাঠাতে অনুরোধ করেন। ডোমিনিকান রিপাবলিকের প্রধানমন্ত্রী ভারতের কাছে করোনার ৭০ হাজার ডোজ ভ্যাকসিন চেয়েছেন। প্রধানমন্ত্রী মোদিকে চিঠি লিখেছেন স্কেরিট। ওই চিঠিতে তিনি লিখেছেন, ২০২১-এও করোনার বিরুদ্ধে আমাদের লড়তে হচ্ছে। ডোমিনিকায় ৭২ হাজার মানুষের বাস। তাদের টিকা দেওয়ার জন্য আমি ভারতের কাছে করোনার ৭০ হাজার ভ্যাকসিন চাইছি।
স্কেরিট স্বীকার করে নিয়েছেন, এখনও পর্যন্ত তাঁদের দেশে ভ্যাকসিন আবিষ্কার করা সম্ভব হয়নি। তাই ভ্যাকসিন কেনার জন্য তাঁরা একটি তহবিল গঠন করেছেন। সেই তহবিলের অর্থেই অন্য দেশ থেকে ভ্যাকসিন কেনা হবে। একই সঙ্গে স্কেরিট তাঁর চিঠিতে ভারতের অতীত ভূমিকার কথাও তুলে ধরেছেন। তিনি বলেছেন, ২০১৭-য় তাঁদের দেশ যখন তুমুল হ্যারিকেনের প্রভাবে তছনছ হয়ে গিয়েছিল সে সময় ভারত ছিল তাঁদের পাশে।
২০১৬-য় ভারত তাঁদের ওষুধ পাঠিয়ে সাহায্য করেছিল। তাই আরও একবার তিনি ভারতের সাহায্য প্রার্থী। উল্লেখ্য, এদিনই ভারত ছয় প্রতিবেশী দেশকে টিকা পাঠানোর কাজ শুরু করেছে। এর আগে ব্রাজিলও ভারতের কাছ থেকে করোনার ভ্যাকসিন চেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিন পৌঁছে দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।