জানা গিয়েছে, উত্তরপ্রদেশ বিধান পরিষদের ছবির গ্যালারিতে হিন্দুত্বের প্রবক্তা বিনায়ক দামোদর সাভারকরের একটি ছবি টাঙানো হয়েছে। মঙ্গলবার ওই ছবির উন্মোচন করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই ঘটনার কড়া নিন্দা করেছে রাজ্যের দুই প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি ও কংগ্রেস। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সপা নেতা অখিলেশ যাদব বলেছেন, এই কাজের মধ্য দিয়ে যোগী সরকার দেশের সমস্ত স্বাধীনতা সংগ্রামীকে অসম্মানিত করেছেন।
উত্তরপ্রদেশ বিধান পরিষদের চেয়ারম্যান রমেশ যাদবকে এই কাজের প্রতিবাদ জানিয়ে একটি চিঠি দিয়েছেন কংগ্রেসের বিধান পরিষদের সদস্য দীপক সিং। ওই চিঠিতে দীপক অবিলম্বে বিধানসভার গ্যালারি থেকে ছবি সরানোর দাবি জানিয়েছেন। অখিলেশ এদিন বলেন, সাভারকারকে নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে। সকলেই জানে, মুক্তির জন্য তিনি কিভাবে ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা চেয়ে ছিলেন। বিজেপির উচিত একটু ইতিহাস ঘেঁটে দেখা। সাভারকারের ছবি টাঙিয়ে আমাদের দেশের মহান স্বাধীনতা সংগ্রামীদের অপমান করা হয়েছে।
বিরোধীরা নিন্দায় সরব হলেও তা পাত্তা দিতে রাজি নন মুখ্যমন্ত্রী। যোগী সাভারকারকে একজন মহান স্বাধীনতা সংগ্রামী হিসেবে তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন, বীর সাভারকার ছিলেন একজন মহান দেশপ্রেমিক। দেশের স্বাধীনতা সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। এ জন্য তিনি দু’বার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন।