আইজিএম হাসপাতালে কোভিড টিকাকরণ কর্মসূচি দেখলেন সাংসদ প্রতিমা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ জানুয়ারি।। সমগ্র দেশের সঙ্গে রাজ্য কোভিড টিকাকরণ চলছে। গত ১৬ জানুয়ারি থেকে এই টিকাকরণ এর সূচনা হয়েছে। প্রায়  ৬০ হাজার টিকা পেয়েছে রাজ্য। স্বাস্থ্যকর্মীদের প্রথম পর্যায়ে টিকাকরণ করা হবে। দ্বিতীয় পর্যায়ে অন্যান্যদের প্রদান করা হবে। মঙ্গলবার আইজিএম হাসপাতালে স্বাস্থ্য কর্মী ও চিকিৎসকদের কোভিড টিকাকরণ করা হয়। এই ব্যবস্থাপনা খতিয়ে দেখতে যান সংসদ প্রতিমা ভৌমিক। স্বাস্থ্য কর্মী ও চিকিৎসকদের উদ্বুদ্ধ করেন তিনি। কোভিডের সময় বহু তাবড় তাবড় দেশ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেয়েছে।

ভারত কোভিডকে পরাজিত করেছেন। যারা এই টিকাকরণ আবিষ্কার করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান সংসদ প্রতিমা ভৌমিক। সমালোচক ও গোটা বিশ্বকে ভারত দেখিয়ে দিয়েছে। পুরনোকাল থেকে সকলকে দিয়ে চলার যে মানসিকতা তা ফের একবার প্রমাণ করেছে ভারত। সকলের প্রচেষ্টায় এই সফলতা এসেছে বলে জানান সংসদ প্রতিমা ভৌমিক। সকলের সুস্থতা কামনা করেন তিনি।আগামী মার্চের মধ্যে মৈত্রী সেতু ও মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দর এর সূচনা হবে বলে আশা ব্যক্ত করেন সংসদ প্রতিমা ভৌমিক।

এছাড়াও জানান ত্রিপুরা রাজ্যে অনেক কিছু উদ্বোধনের অপেক্ষা করছে। বিশেষ করে মৈত্রী সেতু, বাংলাদেশের মধ্য দিয়ে কলকাতার সাথে রেল যোগাযোগ ও এম বি বি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণে তিনটি বিষয় একেবারে নাকের ডগায়। তার মধ্যে মৈত্রী সেতু ও এম বি বি আন্তর্জাতিক বিমানবন্দর মার্চ মাসে উদ্বোধন করা হতে পারে। মঙ্গলবার সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে একথা জানান পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ প্রতিমা ভৌমিক।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?