সাউথ ব্লকের একটি সূত্র জানিয়েছে, যে সংখ্যক টিকা পাঠানো হয়েছে, তাতে মালদ্বীপের প্রথম সারির যোদ্ধাদের সবাই টিকা পাবেন। ভারতের তৈরি টিকা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী-সহ প্রথম শ্রেণির কোভিড যোদ্ধাদের আগে টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে মালদ্বীর সরকার। প্রসঙ্গত, এর আগে দেশের কোভিড যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া, পিপিই কিট পাঠানো-সহ করোনার বিরুদ্ধে যুদ্ধের যাবতীয় সামগ্রী পাঠিয়ে মালদ্বীপকে সাহায্য করেছে নয়াদিল্লি। পাশাপাশি ২৫ কোটি মার্কিন ডলার আর্থিক সাহায্যও করেছে। এবার করোনার টিকা পাঠিয়ে সৌহার্দ্যের নতুন নজির গড়ল ভারত।
এর আগে বাংলাদেশকেও ২০ লক্ষ কোভিশিল্ড পাঠিয়েছে ভারত। বাংলাদেশের পাশাপাশি বিশ্বের আরও ৬টি দেশকে ভ্যাকসিন সরবরাহ করছে ভারত। এই দেশগুলির তালিকাতে রয়েছে ভুটান, মলদ্বীপ, মায়ানমার, সিশিলিসও। সূত্রের খবর, ভুটানকে দেড় লক্ষ এবং মালদ্বীপকে এক লক্ষ কোভিশিল্ডের ডোজ পাঠানো হয়েছে।