মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী বলেন, এক বছর ধরে গোটা বিশ্ব করোনার আতঙ্কে ভুগছে। বিশ্বের গুটিকয়েক দেশের সঙ্গে ভারতও করোনার টিকা আবিষ্কার করতে সফল হয়েছে। অনেক দেশেই এখনও টিকা আবিষ্কার হয়নি।
কিন্তু সেই সব দেশে রোগের প্রকোপ কম নয়। তাই ওই সমস্ত দেশ আমাদের কাছে টিকা চেয়েছে। দেশের মানুষের প্রয়োজন মিটিয়ে জরুরি ভিত্তিতে আমরা আগামীকাল থেকেই বিশ্বের ছয়টি দেশকে টিকা পাঠানো শুরু করব।
প্রধানমন্ত্রী আরও বলেন, আগামী দিনে আরও বেশি দেশকে আমরা টিকা পাঠাব। তবে সবার আগে আমাদের ১৩৫ কোটি ভারতবাসীর কথা মাথায় রাখতে হবে। বিশ্ব স্বাস্থ্য ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পেরে আজ আমরা যথেষ্ট গর্ববোধ করতে পারি।
বুধবার যে ৬টি দেশকে টিকা পাঠানো হবে সেগুলি হল বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান, নেপাল, মায়ানমার এবং সিসেলস। পরবর্তী পর্যায়ে শ্রীলঙ্কা এবং আফগানিস্থানকেও টিকা পাঠানো হবে। এখনও এই দুই দেশ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র আসেনি।
তবে এই ছয় দেশকে কোভিশিল্ড নাকি কোভ্যাকসিন কোন টিকা পাঠানো হচ্ছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। সূত্রের খবর, বাংলাদেশ এবং মালদ্বীপে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তৈরি কোভিশিল্ড পাঠানো হচ্ছে। বৃহস্পতিবারই বাংলাদেশ টিকার কুড়ি লাখ ডোজ পাবে বলে মনে করা হচ্ছে।