যথাযথ সংরক্ষণের অভাবে নষ্ট হল বিপুল পরিমাণ ভ্যাকসিন

অনলাইন ডেস্ক, ২০ জানুয়ারি।। যথাযথ সংরক্ষণের অভাবে করোনার বিপুল পরিমাণ ভ্যাকসিন নষ্ট হল। অসমের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভ্যাকসিন নষ্ট হওয়ার এই ঘটনা ঘটেছে। শিলচর মেডিক্যাল কলেজে নষ্ট হয়েছে কোভিশিল্ডের এক হাজার ডোজ। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই টিকা নষ্ট হয়েছে।

কিভাবে এই ভ্যাকসিন নষ্ট হল? জানা গিয়েছে, শিলচর মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের সংরক্ষণাগারে যে টিকা রাখা ছিল সেগুলি হিমাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় সংরক্ষণ করা হয়েছিল। ফলে টিকা আংশিকভাবে জমে যায়। কার্যত ব্যবহারের অযোগ্য হয়ে দাঁড়ায় টিকা। সাধারণত কোভিড ভ্যাকসিন ২ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করার কথা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্রতিটি হাসপাতালকেই এই নিয়মের কথা আগেই জানিয়ে দিয়েছিল।

কিন্তু তারপরেও শিলচর মেডিক্যাল কলেজে কিভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে। টিকা সংরক্ষণ কেন্দ্রের তাপমাত্রা ২ ডিগ্রির নিচে নেমে গেলে সঙ্গে সঙ্গেই মেসেজ আসে। কিন্তু টিকা প্রদানকারীদের কাছে এরকম কোনও মেসেজ আসেনি। খুব সম্ভবত যান্ত্রিক ত্রুটির জন্য এটা হয়েছে। ভ্যাকসিনগুলি রাতের বেলায় সংরক্ষণ করে রাখা হয়েছিল। রাতারাতি রেফ্রিজারেটরের তাপমাত্রা কমে যাওয়াতেই এই বিপত্তি বাধে।

১০০০ ডোজ ভ্যাকসিন নষ্ট হওয়ার পর অসম কেন্দ্রের কাছে আরও এক হাজার ডোজ কোভিশিল্ড চেয়ে পাঠিয়েছে। কিভাবে এই বিপত্তি ঘটল ইতিমধ্যেই তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে অসমের স্বাস্থ্য দফতর। ভ্যাকসিন যাতে কোনওভাবেই নষ্ট না হয় সে জন্য প্রতিটি রাজ্যকে আগেই সতর্ক করেছে কেন্দ্র। তারপরেও এই ঘটনা ঘটায় যথেষ্ট উদ্বেগ ছড়িয়েছে সরকারি মহলে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?