এদিকে, মঙ্গলবারই নেতাজির জন্মদিবস পরাক্রম দিবস হিসাবে পালিত হবে বলে ঘোষণা করে কেন্দ্র। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাজ্যে ওইদিনটি ‘দেশনায়ক’ দিবস হিসাবে উদযাপিত হবে। পাশাপাশি ২৩ জানুয়ারিকে জাতীয় ছুটি ঘোষণার দাবিতে ফের সুর চড়ান মুখ্যমন্ত্রী। বলেন, বারবার বলছি, ২৩ জানুয়ারিকে জাতীয় ছুটি ঘোষণা করতে হবে। সেটা কেন্দ্র করুক।
আবার ফরওয়ার্ড ব্লকের বক্তব্য, নেতাজির জন্মদিন পালিত হোক ‘দেশপ্রেম দিবস’ হিসাবে। বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী বলেন, “আমাদের দাবি দেশপ্রেম দিবস। কেন্দ্র মানুষের আবেগকে মর্যাদা দেয়নি। বিজেপি ও তৃণমূল দুটো দলই নেতাজিকে নিয়ে রাজনীতি করছে।”