খেলার জগতের তারকারা করোনার হাত থেকে নিজেদের রক্ষা করতে পারেননি। পাওলো রোসি থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেমার থেকে অ্যান্ডি মারে। তালিকাটা দীর্ঘ। মঙ্গলবার নিজের টুইটার হ্যান্ডলে করোনা নিয়ে মুখ খুললেন সানিয়াও।
এক দীর্ঘ বিবৃতিতে তিনি লিখেছেন, “নতুন বছর শুরু হয়ে গিয়েছে। তাই খানিকটা আপডেট দেওয়া দরকার। আমি কিন্তু করোনায় আক্রান্ত হয়েছিলাম। তবে এখন ঈশ্বরের আশীর্বাদে সম্পূর্ণ ভাল আছি। কিন্তু নিজের কিচু অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই।”
সানিয়া লিখেছেন, “আমি ভাগ্যবান যে, করোনা সংক্রান্ত কোনও উপসর্গ ছিল না। কিন্তু তার পরেও চলে গিয়েছিলাম আইসোলেশনে। সবথেকে কষ্টের যেটা ছিল, সেটা হল সেই সময় আমাকে আমার ছোট্ট ২ বছরের ছেলে আর পরিবারের থেকে আলাদা থাকতে হয়েছিল।”
তিনি আরও যোগ করেন, “আমি ভাবতেই পারি না রোগীরা কী করে অসুস্থ হয়ে পরিবারের সকলকে ছেড়ে হাসপাতালে থাকেন। আমি বিভিন্ন গল্প শুনে ভয় পেয়ে গিয়েছিলাম। প্রতিদিন নতুন উপসর্গের সঙ্গে লড়াই করা শারীরিকভাবে যেমন কঠিন, তেমনই মানসিকভাবেও খুব কঠিন।”
তাই নিজের ভক্তদের প্রতি সানিয়ার অনুরোধ, “করোনা নিয়ে কিন্তু রসিকতা চলে না। এটা তেমন নয়। আমি সমস্ত বিধি নিষেধ মেনে চলেও আক্রান্ত হয়েছি। আমাদের পরিবার আর বন্ধুদের রক্ষা করতে হবে। মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে। তা হলেই তার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।”