আমেরিকার ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অপটিকস অ্যান্ড ফটোনিক্স আলোর মেরুকরণের মৌলিক ব্যবহারিক বিষয় নিয়ে গবেষণার জন্য প্রতিবছর গোটা বিশ্বে একজনকে ‘জি জি স্টোকস অ্যাওয়ার্ড’ দিয়ে থাকে। ২০২১-এ ‘জি জি স্টোকস অ্যাওয়ার্ড’ পুরস্কার পেলেন মেদিনীপুরের বাসিন্দা নির্মাল্য ঘোষ। এর আগে ভারত থেকে কখনও কেউ এই পুরস্কার পায়নি। পুরস্কার প্রাপ্তির খবরে নির্মাল্যবাবু বলেছেন, তাঁর দীর্ঘদিনের গবেষণা সফল হয়েছে। এজন্য ভালো লাগছে। ভারতবাসী হিসেবে প্রথম এই পুরস্কার পাওয়ায় তিনি যথেষ্টই গর্ব বোধ করছেন।
জানা গিয়েছে, ক্ষীরপাই শহরের উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছিলেন নির্মাল্য। তারপর কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় বিএসসি এবং এমএসসি পাস করেন। এরপর আইআইটি কানপুর থেকে লেজার টেকনোলজিতে এমটেক এবং ইন্দোর থেকে পিএইচডি করেন। কানাডার ইউনিভার্সিটি অফ টরেন্টো থেকে পোস্ট ডক্টরেট করেন তিনি। প্রায় এক দশক ধরে ইন্দোরের পারমাণবিক শক্তিমন্ত্রকে গবেষক হিসেবে যুক্ত ছিলেন তিনি।
নির্মাল্যবাবুর আবিষ্কৃত নতুন তত্ত্বকে কাজে লাগিয়ে ইতিমধ্যেই গবেষণাগারে বেশ কিছু আধুনিক যন্ত্রপাতির মডেল তৈরি হচ্ছে। আগামী দিনে স্বাস্থ্যবিজ্ঞান এবং ন্যানো টেকনোলজির ক্ষেত্রে যা নতুন দিশা দেখাতে পারে। নির্মাল্যবাবুর আবিষ্কৃত আলোর মেরুকরণের বিশেষ তত্ত্ব বিভিন্ন রোগ প্রাথমিকভাবে নির্ণয় করতে অত্যন্ত কাজে আসবে বলে জানিয়েছেন বৈজ্ঞানিক মহল। এমনকি, ক্যান্সারের মতো মারণ রোগ প্রথম পর্যায়ে শনাক্ত করার ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে এই আবিষ্কার।