অনলাইন ডেস্ক, ১৯ জানুয়ারি।।শারীরিক সমস্যা থাকলে কোভ্যাক্সিন নেওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করল ভারত বায়োটেক। দেশের বিভিন্ন প্রান্তে টিকাপ্রাপকদের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার পরই সতর্কতা জারি করেছে এই টিকা প্রস্তুতকারক সংস্থা। গুরুতর কিছু ঘটলে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
গত শনিবার থেকে দেশজুড়ে শুরু হয়েছে টিকাকরণ। আর তা শুরু হওয়ার পর একাধিক পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া গিয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে তাই তথ্য পত্র প্রকাশ করল ভারত বায়োটেক। তথ্যচিত্রে জানানো হয়েছে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং একাধিক ওষুধ খেতে হয় তাদের পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা আছে। পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, গলা বা মুখ ফুলে যাওয়া, র্যাশ, ঝিমুনি ও দুর্বলতাও রয়েছে।
কারা কারা টিকা নিতে পারবেন না? ভারত বায়োটেক জানিয়েছে, অ্যালার্জির সমস্যা ছিল বা আছে, অন্তঃস্বত্বা মহিলাদেরও করোনা টিকা না নেওয়াই উচিত। যাঁদের শরীরে রক্তপাত জনিত সমস্যা রয়েছে তাঁদেরও ভ্যাকসিন না নেওয়ার পরামর্শ দিয়েছে তারা।
যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম অথবা এমন কোনও ওষুধ খাচ্ছেন, যার প্রভাব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার উপর পড়ছে সেই সমস্ত মানুষের কোভ্যাকসিন এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি আগে অন্য কোনও করোনা প্রতিষেধক নিয়ে থাকলে কোভ্যাকসিন নেওয়া শ্রেয় নয় বলেও সতর্ক করা হয়েছে সাধারণ মানুষকে।
তথ্যপত্রে ভারত বায়োটেক আরও জানিয়েছে, টিকাকরণের দ্বিতীয় ডোজের ৩ মাস পর্যন্ত পর্যবেক্ষণে থাকতে হবে। ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা জানিয়েছে, টিকা নেওয়ার পর কোনও শারীরিক সমস্যা হলে সরকারি অনুমোদন প্রাপ্ত কোনও হাসপাতাল বা সেন্টারে ভর্তি হতে হবে।