প্রতিশ্রুতির কী হল, অরুণাচল নিয়ে মোদিকে কটাক্ষ রাহুলের

অনলাইন ডেস্ক, ১৯ জানুয়ারি।।সম্প্রতি এক উপগ্রহ চিত্র ধরা পড়ে অরুণাচলপ্রদেশে একটি গ্রাম তৈরি করেছে চিন। উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, অরুণাচলের বিতর্কিত ওই এলাকায় চিন ১০০-র বেশি বাড়ি তৈরি করেছে। অরুণাচল প্রদেশের ভিতরে চিনের গ্রাম গড়ে তোলা নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন রাহুল গান্ধি।

সরাসরি মোদির নাম না করে মঙ্গলবার সকালে রাহুল টুইট করেন, মনে করুন ওঁর প্রতিশ্রুতি। উনি বলেছিলেন, আমি কারও সামনে দেশের মাথা নত হতে দেব না।

নাম না করলেও রাহুল যে মোদিকেই কটাক্ষ করেছেন এটা স্পষ্ট। কারণ কয়েক মাস আগে মোদি বলেছিলেন, আমি কারও সামনে দেশের মাথা ঝুঁকতে দেব না। তবে রাহুল মুখ খোলায় পাল্টা জবাব দিয়েছে বিজেপি।

গেরুয়া শিবিরের দাবি, ম্যাকমোহন লাইনে ওই চিনা গ্রাম তৈরি হয়েছিল কংগ্রেসের আমলে। রাহুলকে এদিন পাল্টা বিঁধেছেন অরুণাচল প্রদেশের বিজেপি সাংসদ তপির গাওয়ের। তপির বলেছেন, আশির দশক থেকেই চিন রাস্তা তৈরির কাজ চালাচ্ছে।

লংজু থেকে মাজার রোড পর্যন্ত রাস্তা বানিয়েছে বেজিং। রাজীব গান্ধি যখন প্রধানমন্ত্রী ছিলেন সেসময় তাওয়াংয়ের সুমদরং চু উপত্যকা দখল করেছে চিন। তৎকালীন সেনাপ্রধান চিনের বিরুদ্ধে অভিযানে নামার কথা জানালেও প্রধানমন্ত্রী হিসেবে রাজীব গান্ধি তাতে সায় দেননি।

তপির দাবি, কংগ্রেস আমলে সরকার এক চরম ভুল সিদ্ধান্ত নিয়েছিল। ওই চিনা গ্রাম কংগ্রেসের আমলেই তৈরি হয়েছিল। তবে সোমবার উপগ্রহ চিত্র মারফত অরুণাচলের ওই চিনা গ্রামের বিষয়টি জানার পর বিদেশমন্ত্রক জানায়, জাতীয় নিরাপত্তার বিষয়ে সমস্ত ঘটনার উপর কড়া নজর রাখা হচ্ছে।

দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে এমন কোনও কাজ মেনে নেওয়া হবে না। অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?