ভারতের একাধিক সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে বলছে, স্নেহাশিস গাঙ্গুলি হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন। বর্তমান সিএবি (ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল) সচিব স্নেহাশিস একজন সাবেক ক্রিকেটার। মাঠ মাতিয়েছেন বাংলার হয়ে।
৫৯টি প্রথম শ্রেণির ম্যাচ ও ১৮টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তিনি। সংবাদ মাধ্যমে খবর, সৌরভের মতো ৫২ বছর বয়সী স্নেহাশিসের বুকেও একটা স্টেন্ট বসাতে হবে।
হৃদরোগে আক্রান্ত হয়ে দিন কয়েক আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ। বেশ কয়েকদিন হাসপাতালে থাকতে হয়েছিল তাকে। তার বুকে স্টেন্টও বসাতে হয়। তবে, এখন সৌরভ অনেকটা সুস্থ। তিনি বর্তমানে বাড়িতে বিশ্রামে রয়েছেন।
কলকাতার বাংলা দৈনিক সংবাদ প্রতিদিন তাদের খবরে লিখেছে, বাড়ি ফেরার পর সৌরভ নিজ উদ্যোগে তার বড় ভাইকে হেলথ চেকআপ করাতে বলেন। কারণ সৌরভ নিজে ভুক্তভোগী।
গত দশ বছরে কখনো সেভাবে নিজের মেডিক্যাল চেকআপ করাননি সৌরভ এবং শেষে আচমকা হৃদরোগে আক্রান্ত হতে হয় তাকে। সৌরভের অসুস্থতার সময় এও জানা গিয়েছিল, হৃদরোগের ‘ফ্যামিলি হিস্ট্রি’ রয়েছে তাদের পরিবারে।
স্নেহাশিসের সেই চেক আপের পরেই জানা যায়, তিনিও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন। স্টেন্ট বসাতে হবে। ২২ জানুয়ারি স্নেহাশিসের বুকে স্টেন্ট বসানো হবে বলে খবর।
এদিকে সৌরভেরও আরো স্টেন্ট বসানো বাকি। তিনি আরো কয়েক জন ডাক্তারের পরামর্শ নিচ্ছেন বলে খবর। তার ক্ষেত্রে দ্বিতীয় দফার স্টেন্ট বসতে পারে এ মাসের শেষ দিকে।