অনলাইন ডেস্ক, ১৯ জানুয়ারি।।গোটা বিশ্বে করোনা ছড়িয়েছে এক বছরেরও বেশি হয়ে গেল। এতদিন পর্যন্ত করোনা মুক্ত ছিল লাক্ষাদ্বীপ। কিন্তু শেষ পর্যন্ত করোনা ভাইরাস লাক্ষাদ্বীপেও ছড়িয়ে পড়ল। গোটা দেশের মধ্যে সোমবার পর্যন্ত লাক্ষাদ্বীপ ছিল করোনা মুক্ত এলাকা। কিন্তু লাক্ষাদ্বীপে কর্মরত ভারতীয় রিজার্ভ ব্যাটালিয়নের এক সদস্যের রিপোর্ট এসেছে করোনা পজেটিভ।
জানা গিয়েছে, ওই সেনা ৩ জানুয়ারি জাহাজে করে কোচি থেকে কাভারতি এসেছিলেন। করোনা পরীক্ষা করা হলে জানা যায়, ওই সেনার রিপোর্ট পজেটিভ। ওই সেনা কর্মী অবশ্য লাক্ষাদ্বীপের বাসিন্দা নন।
তবে লাক্ষাদ্বীপ প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, বাইরে থেকে কেউ দ্বীপে এলে তাদের বাধ্যতামূলক ভাবে করোনা পরীক্ষা করতে হবে। ৩ জানুয়ারি ওই সেনা কর্মী লাক্ষাদ্বীপ আসার পর তাঁর করোনা পরীক্ষা করা হয়।
সোমবার সন্ধ্যায় রিপোর্ট মেলে। জানা যায় ওই সেনা কর্মী করোনা পজেটিভ। গোটা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর এই প্রথম লাক্ষাদ্বীপে করোনা আক্রান্তের হদিশ মিলল। তবে আক্রান্ত ব্যক্তি লাক্ষাদ্বীপের বাসিন্দা নন। লাক্ষাদ্বীপ প্রশাসন করোনা ভাইরাস ঠেকাতে ইতিমধ্যে একাধিক ব্যবস্থা নিয়েছে।
ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন ওই সেনা কর্মীকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে। এমনকি, ওই সেনার সংস্পর্শে যারা এসেছেন তাঁদের চিহ্নিত করা হয়েছে। তাঁদেরও করোনা পরীক্ষা করা হবে।