বর্তমানে রাজ্যের পার ক্যাপিটা ইনকাম ১ লক্ষ ২৩ হাজার ৬০০ টাকা। পূর্বে ৯৯ হাজার ৪০০ টাকার কাছাকাছি ছিল । বর্তমানে সরকার ক্ষমতায় আসার পর যা ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ব্লু-রেভেলিউশনের মাধ্যমে মৎস্য দপ্তর দ্বারা পেঁচারথলের ৩০ জন সহায়তা পেয়েছেন। ৩৫ জন মুরগি ২৭০ জন শুয়োর, ৩৩ জন ছাগল পালনে সহায়তা পেয়েছেন। সরকারি সহায়তায় ১৩৪০টি শৌচালয় নির্মাণ করা হয়েছে এই পেঁচারথলে। পেঁচারথল ব্লকের লক্ষ্মীপুরে একটি জহর নবোদয় বিদ্যালয়ের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। খুব শীঘ্রই তার কাজ শুরু হবে। সর্বক্ষেত্রেই বিকাশের ধারা নিয়ে চলছে ভারতীয় জনতা পার্টির সরকার।