পূর্বতন সরকার সারা রাজ্যে ৩৫% এর বেশি রেগার কাজ করাতে পারেনি : মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, পেঁচারথল, ১৮ জানুয়ারি।। সিপিআইএম বলে গ্রামে নাকি কাজ নেই, খাদ্য নেই। আর তথ্য বলছে শুধুমাত্র রেগার মাধ্যমে পেঁচারথলে ১০ লক্ষ ৫৫ হাজার ৫৬৬ শ্রমদিবস সৃষ্টি হয়েছে। মোট ৭১.৭৬%। আর পূর্বতন সরকার সারা রাজ্যে ৩৫% এর বেশি রেগার কাজ করাতে পারেনি। এটাই পার্থক্য। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই কথাগুলি বলেন। তিনি বলন, এই পরিসংখ্যানেই স্পষ্ট, রাজ্যের অগ্রগতি বিকশিত হচ্ছে।

বর্তমানে রাজ্যের পার ক্যাপিটা ইনকাম ১ লক্ষ ২৩ হাজার ৬০০ টাকা। পূর্বে ৯৯ হাজার ৪০০ টাকার কাছাকাছি ছিল । বর্তমানে সরকার ক্ষমতায় আসার পর যা ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ব্লু-রেভেলিউশনের মাধ্যমে মৎস্য দপ্তর দ্বারা পেঁচারথলের ৩০ জন সহায়তা পেয়েছেন। ৩৫ জন মুরগি ২৭০ জন শুয়োর, ৩৩ জন ছাগল পালনে সহায়তা পেয়েছেন। সরকারি সহায়তায় ১৩৪০টি শৌচালয় নির্মাণ করা হয়েছে এই পেঁচারথলে। পেঁচারথল ব্লকের লক্ষ্মীপুরে একটি জহর নবোদয় বিদ্যালয়ের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। খুব শীঘ্রই তার কাজ শুরু হবে। সর্বক্ষেত্রেই বিকাশের ধারা নিয়ে চলছে ভারতীয় জনতা পার্টির সরকার।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?