রাজ্যে এখন পর্যন্ত ৪,২৬৯ জনকে কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছে : মিশন অধিকর্তা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ জানুয়ারি।। সারা দেশের সাথে রাজ্যেও ১৬ জানুয়ারি ২০২১ ইং থেকে কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে৷ টিকাকরণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে সুুনির্দিষ্ট গাইড লাইন রয়েছে তা যথাযথভাবে অনুসরণ করে কোভিশিল্ড টিকা সুুবিধাভোগীদের দেওয়া হচ্ছে৷ সপ্তাহে সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শুক্রবার এই চারদিন রাজ্যের বিভিন্ন স্বস্থ্যকেন্দ্রগুলিতে কোভিড-১৯ টিকা দেওয়া হচ্ছে৷ আজ আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা ডা. সিদ্ধার্থ সিং জয়সবাল৷

সাংবাদিক সম্মেলনে মিশন অধিকর্তা জানান, ১৬ জানুয়ারি ২০২১ ইং থেকে ১৯ জানুয়ারি ২০২১ ইং পর্যন্ত রাজ্যে কোভিড-১৯ টিকাকরণ এর লক্ষ্যমাত্রা ছিল ৭ হাজার ৮২৯ জন৷ এখন পর্যন্ত ৪ হাজার ২৬৯ জন সুুবিধাভোগীদের কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছে৷ এখন পর্যন্ত রাজ্যে টিকাকরণের গড় হার ৫৪.৫৩ শতাংশ৷ ১৬ জানুয়ারি থেকে আজ পর্যন্ত রাজ্যে ৯৯টি টিকাকরণ কেন্দ্রে টিকা দেওয়া হয়েছে৷ মিশন অধিকর্তা জানান, আজ রাজ্যে ৪৯টি টিকাকরণ কেন্দ্রে টিকা দেওয়া হয়৷ আজ টিকা দেওয়া হয়েছে ১ হাজার ৯৯৮ জনকে৷

আজ রাজ্যে বিশিষ্ট চিকিৎসকগণও কোভিশিল্ড টিকা নিয়েছেন৷ উল্লেখ্য, আজ টিকা নিয়েছেন মিশন অধিকর্তা ডা. সিদ্ধার্থ শিব জয়সবাল, জিবি হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের এইচ ও ডি ডা. তপন মজমদার, জিবিপি হাসপাতালের মেডিক্যাল সুুপার ডা. দেবাশিস রায়, জিবিপি হাসপাতালের ডেপুটি সুুপার ডা. শঙ্কর চক্রবর্তী ও এন সি ডি-র স্টেট নোডাল অফিসার ডা. সুুপ্রিয় মল্লিক কোভিশিল্ড টিকা নিয়েছেন৷ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. সুুভাশিস দেববর্মা৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?