অনলাইন ডেস্ক, ১৯ জানুয়ারি।।সারাদিন হাড়ভাঙা খাটুনির পর রাতে পথের ধারে নিশ্চিন্তে শুয়ে পড়েছিলেন ওরা। কিন্তু ঘুমের মধ্যেই রাস্তার ধারে সারিবন্ধ হয়ে শুয়ে থাকা শ্রমিকদের পিষে দিল ট্রাকের চাকা। গুজরাতের সুরাতে এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু অন্তত ১৫ জন মারা গিয়েছেন। মৃতদের মধ্যে এক শিশুও রয়েছে। ঘাতক ট্রাকচালকের খোঁজ চলছে।
জানা যাচ্ছে, সোমবার রাতে সুরাতে কোসাম্বার কাছে পিপলোদ গ্রামে রাস্তার ওপর শুয়ে ছিলেন জনা ১৮ জন শ্রমিক। রাতের অন্ধকারে, বেপরোয়া ট্রাকচালক তাঁদের পিষে দিয়ে বেরিয়ে যায়। শেষ খবর মেলা পর্যন্ত, মৃত্যু হয় ১৫ জনের। ৩ জনের অবস্থা গুরুতর। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সকল শ্রমিক রাজস্থানের বাঁসওয়াড়া জেলার কুশলগটের বাসিন্দা।
জানা গিয়েছে, মান্ডবীর দিকে যাচ্ছিল ঘাতক ট্রাকটি। উল্টোদিক থেকে আখ-বোঝাই ট্র্যাক্টরের সঙ্গে প্রথমে ধাক্কা লাগে ট্রাকটির। এরপরই রাস্তার ধারে শুয়ে থাকা শ্রমিকদের পিষে দিয়ে বেরিয়ে যায় ট্রাকটি। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ জনের। ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরও তিনজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ৩ জন। মৃতদের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে পুলিশ।