২০২০-র অক্টোবরে প্রয়াত হন কেশুভাই। মন্দিরের অছি পরিষদের নতুন সভাপতি নির্বাচন করতে অনলাইন বৈঠকে বসেছিল মন্দির পরিচালন সমিতি। পরিচালন সমিতির ওই বৈঠকেই নতুন চেয়ারম্যান হিসেবে সর্বসম্মতিক্রমে মোদির নাম উঠে আসে।
গুজরাতের এই শিব মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক বিশেষ তীর্থক্ষেত্র। ট্রাস্টের সচিব পি কে লাহিড়ী মঙ্গলবার জানিয়েছেন, এতদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ট্রাস্টের সদস্য ছিলেন। এখন তিনি চেয়ারম্যান হলেন।
মন্দিরের অছি পরিষদের অন্য সদস্যরাও সমাজের যথেষ্ঠ প্রভাবশালী ব্যক্তি। বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গুজরাতের বিশিষ্ট শিল্পপতি হর্ষবর্ধন নেওটিয়া সোমনাথ মন্দিরের অছি পরিষদের সদস্য। মন্দিরের সচিব লাহিড়ী এদিন আরও জানিয়েছেন, বৈঠকে অমিত শাহ সভাপতি হিসেবে মোদির নাম প্রস্তাব করেছিলেন। ট্রাস্টের সকল সদস্য মোদির নামে সম্মতি জানায়। নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর শাহ টুইট করেন।
ওই টুইটে সোমনাথ মন্দিরের কয়েকটি ছবি পোস্ট করেছেন শাহ। একই সঙ্গে লিখেছেন, আমি নিশ্চিত মোদিজির পৌরহিত্যে এই মন্দিরের মর্যাদা আরও বৃদ্ধি পাবে।