সোমনাথ মন্দির ট্রাস্টের চেয়ারম্যান হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

অনলাইন ডেস্ক, ১৯ জানুয়ারি।। সোমনাথ মন্দির ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম ঘোষণা করা হল। মোরারজি দেশাইয়ের পর দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে সোমনাথ মন্দির ট্রাস্টের চেয়ারম্যান পদে দেখা যাবে। এতদিন সোমনাথ মন্দির ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেল। ২০০৪ থেকে ২০২০ পর্যন্ত একটানা ১৬ বছর কেশুভাই ওই পদে ছিলেন।

২০২০-র অক্টোবরে প্রয়াত হন  কেশুভাই। মন্দিরের অছি পরিষদের নতুন সভাপতি নির্বাচন করতে অনলাইন বৈঠকে বসেছিল মন্দির পরিচালন সমিতি। পরিচালন সমিতির ওই বৈঠকেই নতুন চেয়ারম্যান হিসেবে সর্বসম্মতিক্রমে মোদির নাম উঠে আসে।

গুজরাতের এই শিব মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক বিশেষ তীর্থক্ষেত্র। ট্রাস্টের সচিব পি কে লাহিড়ী মঙ্গলবার জানিয়েছেন, এতদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ট্রাস্টের সদস্য ছিলেন। এখন তিনি চেয়ারম্যান হলেন।

মন্দিরের অছি পরিষদের অন্য সদস্যরাও সমাজের যথেষ্ঠ প্রভাবশালী ব্যক্তি। বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গুজরাতের বিশিষ্ট শিল্পপতি হর্ষবর্ধন নেওটিয়া সোমনাথ মন্দিরের অছি পরিষদের সদস্য। মন্দিরের সচিব লাহিড়ী এদিন আরও জানিয়েছেন, বৈঠকে অমিত শাহ সভাপতি হিসেবে মোদির নাম প্রস্তাব করেছিলেন। ট্রাস্টের সকল সদস্য মোদির নামে সম্মতি জানায়। নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর শাহ টুইট করেন।

ওই টুইটে সোমনাথ মন্দিরের কয়েকটি ছবি পোস্ট করেছেন শাহ। একই সঙ্গে লিখেছেন, আমি নিশ্চিত মোদিজির পৌরহিত্যে এই মন্দিরের মর্যাদা আরও বৃদ্ধি পাবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?