প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় চলতি অর্থবছরে ২,৩১,৪২৭ জন কৃষকের নাম নথিভুক্ত হয়েছে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ জাানুয়ারি৷৷ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় চলতি অর্থবছরের ১৫ জানুয়ারি পর্যন্ত ২,৫০,২৬৪ জন কৃষকের নাম পোর্টালে আপলোড করা হয়েছে৷ ২,৩১,৪২৭ জন কৃষকের নাম নথিভুক্ত হয়েছে৷ নথিভুক্তদের মধ্যে ২,২৫,৩২৬ জন কৃষকের ব্যাঙ্ক একাউন্টে ২৭১.০২ কোটি টাকা জমা পড়েছে৷ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা ড. ডি পি সরাকর এক প্রেস রিলিজে এই সংবাদ জানান৷ তিনি আরও জানান, চলতি অর্থবছরে ২.২৩৫ লক্ষ ধান উৎপাদককে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় আনা হয়েছে৷

এদের মধ্যে খারিফ মরশুমে ২.০৬ লক্ষ এবং রবি মরশুমে ০.১৭৫ লক্ষ কৃষক বীমার আওতায় এসেছেন৷ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রকল্পে তাদের প্রিয়িয়ামের অধিকাংশ প্রদেয় টাকা দেওয়া হয়েছে৷ পি এম কিষাণ প্রকল্পের আওতায় থাকা সমস্ত কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ডের আওতায় আনতে ৮৫,৫১৭টি কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে মোট ৩২৮.৬৭ কোটি টাকার কৃষি ঋণ মঞ্জুর করা হয়েছে৷ তাছাড়া রাজ্যের ৬৭,৯৭৯ হেক্টর জমি শ্রী পদ্ধতিতে ধান চাষের আওতায় আনা হয়েছে৷

তার মধ্যে উচ্চফলনশীল ধান চাষ করা হয়েছে ১৯,৫০০ হেক্টর এবং সংকর প্রজাতির ধান চাষ করা হয়েছে ৪৮,৪৭৯ হেক্টর জমিতে৷ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা জানান, উল্লেখিত সময়ে ৬,৫৪৮ জন কৃষকের কাছ থেকে ৯,৯৪৫.৪৯ মেট্রিক টন ধান ক্রয় করে ১৫.৫২ কোটি টাকা ন্যনতম সহায়ক মূল্য হিসেবে তাদের প্রদান করা হয়েছে৷ তাছাড়া কৃষি ক্ষেত্রের উন্নয়নে ৫৪টি ফার্মার্স নলেজ সেন্টার, ১২টি গ্রামীণ সংগ্রহ কেন্দ্র, ২৭টি গ্রামীণ বাজার ও ২১টি কৃষক বন্ধু কেন্দ্র নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?