কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছে দলীয় সভাপতির ওপর হামলার প্রতিবাদে আহত বন্ধে তারা গণতান্ত্রিক উপায়ে পিকেটিং করার চেষ্টা করছিল। তখন ঐ পুলিশ তাদের বাধা দেয়।পুলিশের এ ধরনের কার্যকলাপ এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে কংগ্রেস। বন্দে রাজ্যের বিভিন্ন স্থানে সারা পরিলক্ষিত হয়েছে। রাজধানী আগরতলা শহরের বিভিন্ন স্থানে কিছু কিছু দোকান বন্ধ থাকলেও অধিকাংশ দোকান খোলা ছিল। রাস্তায় যানবাহন চলাচল করেছে। ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। রাজ্যের বিভিন্ন স্থান থেকে বিক্ষিপ্ত কিছু হিংসাত্মক ঘটনা খবর মিলেছে। কংগ্রেস দলের পক্ষ থেকে বন্ধ সর্বাত্মক সফল হয়েছে বলে দাবি করা হয়েছে।পক্ষান্তরে শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছে রাজ্যের জনগণ বন্ধ পুরোপুরি ব্যর্থ করে দিয়েছেন।