শুভ বৌভাতের প্রাক লগ্নে দম্পতির রক্তদান শিবির ঘিরে আলোড়ন মির্জায়

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১৮ জানুয়ারি।। রাজ্যব্যাপী যখন প্রতিটি হাসপাতালে তীব্র রক্ত সংকট চলছে।সেই জায়গায় দাঁড়িয়ে নিজের বৈবাহিক জীবনের যাত্রার প্রথম দিনে রক্তদানের মতো এক মহৎ দান এর আয়োজন করে নজির গড়লেন উদয়পুর কাকড়াবন মির্জার বাসিন্দা মৃগাঙ্ক শেখর মজুমদার ও তার সহধর্মিনী মুন্নি মজুমদার। গত ১৫ জানুয়ারি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয় এই নব দম্পতি, তারপরই আজ সোমবার শুভ বৌভাতের প্রাক লগ্নে নিজের পরিবার পরিজন এবং গ্রামবাসীদের সাথে নিয়ে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্ত সংকট মেটাতে নিজ বাসভবনেই রক্তদান শিবিরের আয়োজন করে এই দম্পতি।

এদিন রক্ত দানের পাশাপাশি নবদম্পতি কর্তৃক এলাকার গরীব দুস্থদের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র এবং আর্থিক সহযোগিতা। মৃগাঙ্কশেখর মজুমদার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান। আগামী দিনেও তিনি এই ধরনের কর্মসূচি জারি রাখবেন এবং ভবিষ্যতেও যত নব দম্পতি তাদের বৈবাহিক জীবন শুরু করবেন তারাও যেন এরকম শুভ কাজের জন্য এগিয়ে আসেন তার জন্য আহ্বান জানান তিনি। এদিন আয়োজিত রক্তদান শিবিরে মোট ২০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?