সাদিয়ার এক আত্মীয় শাওন জানান, সোমবার রাত পৌনে ৩টার দিকে আমাদের বাসায় খবর আসে। গিয়ে দেখি ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সাদিয়া। এরপর পুলিশকে খবর দেয়া হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
‘বারিস বরষা’ নামে একটি ফ্যাশন হাউজের ফটোশুট করেছিলেন সাদিয়া। ওই ছবিগুলো এখনো প্রকাশ হয়নি। এই হাউজের কর্ণধার বারিস হক শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।
তিনি লিখেন, ‘বিদায় জানালো আরো একটি সম্ভাবনাময়ী তাজা প্রাণ। তরুণ মডেল আমার খুব প্রিয় সাদিয়া নাজ। গতকাল রাতে আত্মহত্যা করেছে। ‘
বারিশ হক আরও বলেন, ‘আমার ফ্যাশন হাউস’ এর প্রথম ফটোশুট করেছিলাম এই মেয়েটাকে নিয়ে। এখনো ছবিগুলো প্রকাশ করিনি। আজ একটা করলাম। ভাবিনি ক্যাপশন এভাবে লিখতে হবে।
বড়দের খুব সম্মান করতো যখন যা কাজের জন্য বলেছি কখনওই পারিশ্রমিক এর কথা নিজে থেকে বলেনি যথাসময়ে বেস্ট আউটপুট দিয়ে কাজ করেছে। আমি সবসময় চাইতাম মেয়েটা এগিয়ে যাক। আজকের সকালবেলার সংবাদ খুবই কষ্টদায়ক আমার জন্য। ’