একমাস ব্যাপী জাতীয় সড়ক সুরক্ষা সচেতনতা মূলক প্রচার কর্মসূচী শুরু

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ জানুয়ারি।। সোমবার থেকে একমাস ব্যাপী জাতীয় সড়ক সুরক্ষা সচেতনতা মূলক প্রচার কর্মসূচী শুরু হয়েছে।রাজধানীর রাধানগর মোটর স্ট্যান্ড থেকে একমাস ব্যাপী জাতীয় সড়ক সুরক্ষা সচেতনতামূলক কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন পরিবহনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।সোমবার সকালে রাধানগর মোটর স্ট্যান্ড এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করে পরিবহন মন্ত্রী বলেন শুধুমাত্র সরকারিভাবে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হলেই চলবে না।

পথ চলা চল সম্পর্কে যানবাহনের চালকদের যেমন সচেতন হতে হবে ঠিক তেমনি রাস্তায় চলাচলকারী জনগণকে সচেতন হতে হবে। দুর্ঘটনা এড়াতে সচেতনতাই সবচেয়ে বড় উপায় বলে তিনি উল্লেখ করেন। সচেতনতার অভাবে যান দুর্ঘটনা দিনের পর দিন বেড়ে চলেছে বলে তিনি মনে করেন।জান দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে হলে একদিকে যেমন মোটর শ্রমিকদের সতর্ক থাকতে হবে ঠিক তেমনি পথ চলাচলকারি জনগণকেও আরও সচেতন হতে হবে বলে পরিবহন মন্ত্রী অভিমত ব্যক্ত করেন।সরকার কিংবা পরিবহণ দফতরের পক্ষ থেকে শুধুমাত্র সচেতনতামূলক কর্মসূচি পালন করলেই যান দুর্ঘটনা এড়ানো সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।

এদিন মাসব্যাপী প্রচার কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করে পরিবহনমন্ত্রী রাধানগর মোটর স্ট্যান্ড থেকে প্রচারিত আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।সবুজ পতাকা নেড়ে পরিবহনমন্ত্রী এদিন প্রচার গাড়িগুলির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছেন।একমাস ব্যাপী এই প্রচার গাড়ি দুর্ঘটনা এড়াতে বিভিন্ন সচেতনতা মূলক প্রচার বিষয়গুলি নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?