অনলাইন ডেস্ক, ১৯ জানুয়ারি।।করোনা আবহে বন্ধু বাংলাদেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত। প্রতিবেশীরাষ্ট্রকে করোনার হাত থেকে বাঁচাতে কোভিশিল্ড পাঠাতে চলেছে ভারত সরকার। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, করোনার ২০ লক্ষ ভ্যাকসিন বাংলাদেশকে উপহার দিতে চলেছে ভারত সরকার। আগামীকাল ২০ লক্ষ ভ্যাকসিন পৌঁছে যাবে শেখ হাসিনার দেশ। প্রসঙ্গত, বাংলাদেশে এখনো শুরু হয়নি করোনার টিকাকরণ।
ভারতের হাই কমিশন বাংলাদেশের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রককে চিঠি লিখেছে। যেখানে তারা জানিয়েছে, ভারত থেকে বিশেষ বিমান অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন বাংলাদেশে নিয়ে যাবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার এই ভ্যাকসিন পৌঁছবে।
ডিরেক্টরেট জেনারেল অব ড্রাগ অ্যাডিমিনিস্ট্রেশনকে এই নিয়ে যথাযথ পরিকাঠামো প্রস্তুত রাখতে বলেছে বাংলাদেশ সরকার। প্রসঙ্গত, বাংলাদেশের ডিরেক্টরেট জেনারেল অব ড্রাগ অ্যাডিমিনিস্ট্রেশন বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডকে ভ্যাকসিন আমদানি বন্টনের দায়িত্ব দিয়েছে।
ভারতের কাছ থেকে ইতিমধ্যে কোভিশিল্ডের ৩ কোটি ডোজ কিনেছে বাংলাদেশ। গত বছর নভেম্বর মাসে বাংলাদেশ সরকার এবং ভারতের সিরাম ইনস্টিটিউটের মধ্যে চুক্তি হয়। তার ভিত্তিতেই ৩ কোটি কোভিশিল্ড টিকা সংগ্রহ করবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল। তবে সেই ভ্যাকসিন পৌঁছনোর আগেই ঢাকায় পৌঁছবে নয়া দিল্লির উপহার।