অনলাইন ডেস্ক, ১৯ জানুয়ারি।। ইতিহাস গড়ল ভারত৷ ইতিহাসে টিম ইন্ডিয়ার তরুণব্রিগেড৷ গাব্বায় সবচেয়ে বেশি রান তাড়া করে টেস্ট জয়ের নজির গড়ল টিম ইন্ডিয়া৷ অসম্ভবকে সম্ভব করল অজিঙ্ক রাহান অ্যান্ড কোং৷ ব্রিসবেনে ৩২৮ রান তাড়া করে ঐতিহাসিক টেস্ট জিতল ভারত৷ এর আগে কোনও দল আড়াইশো রান তাড়া করে জেতেনি৷ কিন্তু টিম ইন্ডিয়া মঙ্গলবার তা করে দেখাল৷ ভারতের এই জয়ে নেতৃত্ব দিল এক দল তরুণ তুর্কি৷
গাব্বায় এর আগে সবচেয়ে বেশি ২৩৬ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ৷ তাও সেটা ৭০ বছর আগে৷ অর্থাৎ ১৯৫১ সালে৷ গাব্বায় অস্ট্রেলিয়ার পয়া মাঠে ৩২৮ তাড়া করে জয়ের স্বপ্ন অতি বড় সমর্থকও দেখেননি৷ কিন্তু এদিন তা করে দেখালেন শুভমন গিল, ঋষভ পন্তরা৷ ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়ে চার টেস্টের সিরিজ ২-১ জিত নিল রাহানে অ্যান্ড কোং৷
সোমবার দিনের শেষে গাব্বায় ভারতের শেষ দিন ৩২৪ রান করা প্রসঙ্গে প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কর বলেছিলেন, ভারতের ম্যাচ জয়ের সম্ভাবনা কম৷ ভারতীয় ব্যাটসম্যানরা নিজেদের ঠিকভাবে প্রয়োগ করতে পারলে ম্যাচ বাঁচাতে পারে৷ কিন্তু মঙ্গলবার গাভাস্করকে ভুল প্রমাণিত করল রাহনের ভারত৷ গিলের ৯১ এবং পন্তের অপরাজিত ৮৯ রানের ইনিংস ভারতীয় ক্রিকেটে অন্যতম লড়াকু ইনিংস হিসেবে লেখা থাকবে৷
১৯৮৮ সালের পর ব্রিসবেনে প্রথমবার টেস্ট হারল অস্ট্রেলিয়া৷ আর এই হারের সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ায় মাটিতে টানা দু’বার টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়ল ভারত৷ ২০১৮-১৯ মরশুমে বিরাট কোহলির নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া৷ এবার প্রথম টেস্টের পর বিরাট দেশে ফিরে আসায় পরের তিনটি টেস্টে ভারতকে নেতৃত্ব দেন রাহানে৷
কোহলির নেতৃত্বে অ্যাডিলেড ওভালে সিরিজের প্রথম টেস্ট হারে ভারত৷ শুধু হারেনি, দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অল-আউট হয়ে ভারতীয় ক্রিকেটকে একরাশ লজ্জা ‘উপহার’ বিরাটের ভারত৷ মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্বে সিরিজে সমতা ফেরায় রাহানের টিম ইন্ডিয়া৷ বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারায় ভারত৷
সিডনিতে তৃতীয় টেস্ট ড্র করে সিরিজ জয়ের আশা জিইয়ে রেখেছিল টিম রাহানে৷ ব্রিসবেনে, যেখানেও ভারত কোনও দিন টেস্ট ম্যাচ জেতেনি, সেখানেই মঙ্গলবার ইতিহাস রচনা করলেন গিল-পন্তরা৷ প্রথম দলের পাঁচ জন ক্রিকেটারকে চোটের বাইরে রেখেই পুরো শক্তির অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতীয় ক্রিকেটে নতুন সূর্যোদয় ঘটাল টিম ইন্ডিয়ার একদল তরুণ৷