ব্রিসবেনে ইতিহাস, ঋষভের শাসনে দেশের মাটিতে ফের সিরিজ খোয়াল অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক, ১৯ জানুয়ারি।।কোথায় গিয়ে যেন ছবিটা মিলে যাচ্ছে ২০০২ সালের সেই ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের সঙ্গে। ইংল্যান্ডের ছুড়ে দেওয়া ৩২৭ রান তাড়া করে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ট্রফি তুলে দিয়েছিলেন মহম্মদ কাইফ এবং যুবরাজ সিংহ। মঙ্গলবার এক দিনে ৩২৮ রান তাড়া করে ভারতকে কাঙ্ক্ষিত টেস্ট সিরিজ উপহার দিলেন ঋষভ পন্থ এবং শুভমন গিল। তাঁদের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করলেন চেতেশ্বর পুজারা।

ম্যাচের পরে ঋষভ বলছিলেন, “রোজ ভাবতাম ভারতকে একটা ম্যাচ জেতাতেই হবে। আজ সেটা পূর্ণ হল। আমার জীবনের সবচেয়ে বড় মুহূর্তটাকে পেয়ে গেলাম ব্রিসবেনেই। টিম ম্যানেজমেন্ট বরাবর আমার প্রতি আস্থা দেখিয়ে এসেছে। তাদের কথা রাখতে পেরে আরও বেশি আনন্দ হচ্ছে।”

নিজের ইনিংস নিয়ে ঋষভ বলেন, “আমার শুরু থেকেই নজর ছিল মারার বল পেলেই আক্রমণে যাব। সেই শট নির্বাচনটা খুবই ভাল হয়েছে বলে মনে হয়। তা ছাড়া শুভমন, পুজারা, মায়াঙ্ক, ওয়াশিংয়ন, সকলেই এই জয়কে বাস্তবায়িত করতে দারুণ সাহায্য করেছে। এর চেয়ে আনন্দের মুহূর্ত আর কী হতে পারে।”

অধিনায়ক অজিঙ্ক রাহানে বলেছেন, “পন্থ যে ক্রিকেট খেলেছে সেটা নিয়ে আমার তো আলাদা করে কিছু বলার থাকতে পারে না।

এই সফরে চোটের কারণে যে কঠিন পরিস্থিতির মুখে আমাদের পড়তে হয়েছে, সেখানে এই তরুণরাই বারবার করে বুক চিতিয়ে লড়াই করে কাটিয়ে দিয়েছে প্রতিকূলতা। তাই অধিনায়ক হিসেবে আমি এদের নিয়ে গর্বিত। ” তিনি আরও বলেছেন, “সবচেয়ে ভাল লেগেছ নতুন ক্রিকেটারদের লড়াকু মানসিকতা দেখে।

ওরা যেন এটা প্রমাণ করার জন্য মুখিয়ে ছিল যে, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আমরা যুদ্ধ থেকে পালিয়ে যাব না। তার ফলেই এই অবিশ্বাস্য জয় মুঠোয় চলে এল। সব মিলিয়ে এই নতুন পরিস্থিতিতে এটাও দারুণ একটা যাত্রা হিসেবে আজীবন মনে থাকবে।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?