অনলাইন ডেস্ক, ১৯ জানুয়ারি।।
ব্রিসবনকে বলা হয়ে থাকে অস্ট্রেলিয়ার দুর্গ। কিন্তু সেই দুর্গও যে ভেঙেচুরে দেওয়া যায়, সেটা প্রমাণ হয়ে গেল মঙ্গলবার। তিন উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে আরও একবার টেস্ট সিরিজ জিতেই দেশে ফিরছেন অজিঙ্ক রাহানেরা।
টুইটারে উঠেছে অভিনন্দন এবং উৎসবের জোয়ার। শচীন তেন্ডুলকার টুইট করেছেন, “প্রত্যেক সেশনে আমরা পেলাম নতুন নায়কদের। যতবার আমরা আঘাত পেয়েছি, ততবারই মনের জোরে মাথা উঁচু করে রুখে দাঁড়িয়েছি। আমরা খেলেছি ভরডরহীন ক্রিকেট, তার মধ্যে যত্নের কোনও অভাব ছিল না।
আঘাত এবম অনিশ্চয়তার মেঘকে আমরা দূর করে দিয়েছি আত্মবিশ্বাস এবং দৃঢ়তার মাধ্যমে। আমার দেখা অন্যতম সেরা টেস্ট সিরিজ জয়।”
বিরাট কোহলি টুইট করেন, “ইয়েসসসস! অবিশ্বাস্য জয়! অ্যাডিলেডে হারের পরে যাদের দক্ষতা নিয়ে সংশয় তৈরি হয়েছিল, তারাই একজোট বেঁধে উঠে দাঁড়াল এবং বিশ্বকে নিজেদের ক্ষমতাও দেখিয়ে দিল। দৃঢ়তা এবং প্রত্যয় একজন মানুষকে কোথায় পৌঁছে দিতে পারে, সেটা আজ ভারতীয় দলের প্রত্যেক ক্রিকেটার প্রমাণ করে দিয়েছেন।
এই ঐতিহাসিক জয়ের জন্য সকলকে জানাই অভিনন্দন।” অসুস্থতার কারণে বাড়িতে বিশ্রাম নিলেও টেলিভিশনে চোখ রেখেছিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তিনি টুইট করেছেন, “এককথায় অকল্পনীয় জয়। অস্ট্রেলিয়ায় গিয়ে এই কঠিন পরিস্থিতির মধ্যে টেস্ট সিরিজ জয়ের কৃতিত্ব কতটা, তা বলে বোঝানো যাবে না।
ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই দিনটা চিরকালীন হয়ে যাবে বলেই আমি বিশ্বাস করি। বিসিসিআই দলের জন্য পাঁচ কোটি টাকার বোনাস দেবে। কোনও সংখ্যা দিয়ে এই জয়ের গুরুত্ব বিচার করা যাবে না। ওয়েল ডান।”
এই বছরের শেষেই অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সিরিজ খেলতে যাবে ইংল্যান্ড। মঙ্গলবার টিম পেনদের হার সাড়া ফেলে দিয়েছে ইংল্যান্ড শিবিরেও। স্টুয়ার্ট ব্রড টুইট করেছেন, “১৯৯৮ সালের পরে ব্রিসবেনে অস্ট্রেলিয়া কখনও হারেনি বলে গর্বকরত।
আজ সেই গর্বও ভেঙে চুরমার হয়ে গেল। ভারতীয় দলকে অভিনন্দন।” প্রাক্তন ক্যারিবিয়ান ফাস্ট বোলার ইয়া বিশপ টুইট করেছেন, “চোট, তারকাদের অনুপস্থিতি, কোনও কিছুই স্পর্শ করতে পারল না ভারতীয় দলকে। অকল্পনীয় জয়। সবচেয়ে বড় ব্যাপার, অস্ট্রেলিয়ায় এেসে তাদেরকে হারিয়ে টেস্ট সিরিজ জয়ের অনুভূতিটাই আলাদা।
বোঝাই যাচ্ছে, ভারতীয় ক্রিকেটে প্রতিভাধর ক্রিকেটারের সংখ্যা কতটা বেশি।” কেভিন পিটারসেনের টুইট, “আজ থেকে পন্থ মানুষ হয়ে গেল। রাতারাতি বড় হয়ে গেল। অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে টেস্ট সিরিজে হারানো, তাও আবার ব্রিসবেনে! অবিশ্বাস্য।”