স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৮ জানুয়ারি।। তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে ককবরক দিবসের অনুষ্ঠান সূচীর প্রচার সজ্জা নষ্ট করা এবং বিদ্যার্থী পরিষদের প্রদেশ সংগঠনের মন্ত্রী ডিএস অভিরামের পুলিশ কর্তৃক আক্রমণের প্রতিবাদ জানিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তেলিয়ামুড়া নগর ইউনিটের কর্মী সমর্থকরা আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে। সোমবার এই অবরোধ দুপুর প্রায় ১টা থেকে চলে।
সময় যত গড়ায় কর্মী সমর্থকদের ভিড় তত বাড়ে। পুলিশ প্রশাসন ঘটনাস্থলে থাকলেও অনেকটা নিরব দর্শকের ভূমিকায় ছিলো বলে অভিযোগ। ফলে জাতীয় সড়কের উভয় দিকে যাত্রীবাহী দূরপাল্লার গাড়ি থেকে শুরু করে পন্যবাহী লরিও আটকে পরে। ঘটনাস্থলে পৌছায় খোয়াই এসপি কিরণ কুমার খের। সময় যত অতিক্রান্ত হয়, পরিস্থিতি উত্তেজিত হয়। পরে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমা শাসক ভাস্বর ভট্টাচার্য্য।