অনলাইন ডেস্ক, ১৯ জানুয়ারি।।রবিবার সন্ধ্যে নাগাদ মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে। আর এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়ে যায় শোরগোল।
জানা যায়, রবিবার আচমকাই শরীর খারাপ হতে শুরু করে আলিয়ার। শরীর ভালো নেই আঁচ পাওয়ার পরপরই নায়িকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকদের পরীক্ষার পর আপাতত ভালো আছেন আলিয়া। প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে রবিবার রাতেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে।
আপাতত তিনি সুস্থ রয়েছেন বলেই খবর। অত্যাধিক পরিশ্রমের জেরেই আচমকা অসুস্থ হয়ে পড়েন আলিয়া ভাট। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্প্রতি গাঙ্গুবাই কাঠিওয়াড়ির শ্যুটিং শুরু করেছেন আলিয়া ভাট। পরিচালক সঞ্জয় লীলা বনশালির ওই সিনেমা নিয়ে ব্যস্ত আলিয়া।
গাঙ্গুবাই কাঠিওয়াড়ির শ্যুটিং থেকে সময় বের করেই আলিয়া সম্প্রতি রণথম্ভোরে উড়ে যান পরিবারের সঙ্গে।
শোনা যায়, পরিবার এবং ঘনিষ্ঠদের হাজিরায় রণথম্ভোরেই নাকি রণবীরের সঙ্গে আলিয়ার বাগদান সম্পন্ন হবে। যদিও শেষ পর্যন্ত রণধীর কাপুর স্পষ্ট জানিয়ে দেন, এই মুহূর্তে রণবীর, আলিয়ার বাগদান হচ্ছে না।