করোনার ভয়ে তিনমাস বিমানবন্দরে লুকিয়ে রইলেন ভারতীয় বংশোদ্ভূত যুবক

অনলাইন ডেস্ক, ১৯ জানুয়ারি।।করোনা সংক্রমণের ভয়ে বিমানে চড়তে ভয় পাচ্ছিলেন ভারতীয় বংশোদ্ভূত যুবক আদিত্য সিং। সে কারণে বিমানবন্দরে এসেও তিনি বিমানে উঠলেন না বরং একটানা তিন মাস শিকাগো আন্তর্জাতিক বিমানবন্দরে লুকিয়ে রইলেন আদিত্য। কিন্তু এতদিন তা টের পাওয়া যায়নি। তবে আদিত্যর খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা আদিত্য। শিকাগো ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ঢুকে লুকিয়ে ছিল সে।

২০২০-র ১৯ অক্টোবর থেকে সে সেখানেই লুকিয়ে ছিল। দু’দিন আগে আদিত্যকে দেখতে পেয়ে বিমানবন্দরের দুই কর্মী তার পরিচয় পত্র দেখতে চান। সেসময় আদিত্য একটি ব্যাজ দেখান। কিন্তু সেই ব্যাজটি বিমানবন্দরের এক ম্যানেজারের। যা গত অক্টোবর মাসে খোয়া গিয়েছিল।

এরপর ওই দুই বিমানকর্মী ৯১১ নম্বরে ফোন করেন। তার পরই আদিত্যকে গ্রেফতার করে পুলিশ। তবে আদিত্যর বিরুদ্ধে অপরাধের কোনও অভিযোগ ছিল না।

তার বিরুদ্ধে চুরির বা হিংসার কোনও অভিযোগ দায়ের করা হয়নি আদিত্যর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। তবে এই মুহূর্তে আদিত্যর কোন কাজ ছিল না। জানা গিয়েছে, এতদিন বিমান বন্দরে আসা যাত্রীদের থেকে পাওয়া খাবার খেয়ে সে বেঁচে ছিল।

আদালতে তোলা হলে আদিত্যকে ১০০০ ডলার জরিমানা দিতে বলা হয়। ২৭ জানুয়ারির মধ্যে এই জরিমানা দিতে না পারলে আমেরিকার বিমান বন্দরে ঢোকার ক্ষেত্রে আদিত্যর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হবে।

যদি সে ওই টাকা মিটিয়ে দিতে পারে তবে তার উপর নিষেধাজ্ঞা জারি হবে না। কি কারণে গত তিনমাস আদিত্য বিমানবন্দরের মধ্যেই লুকিয়ে ছিল তা জানতে তদন্ত শুরু করেছে মার্কিন পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?