স্বামীজীর এই উপদেশ আজও সমসাময়িক।স্বামীজীর মতাদর্শে যুবসমাজকে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।মন্ডল সভাপতি কোন দল বিশ্বাস আরো বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে যুবসমাজকে এই রেলিতে শামিল করা হয়েছে।কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার জনগণের কল্যাণে যেসব কর্মসূচি গ্রহণ করেছে সেগুলির সঠিক বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন।
এসব প্রকল্প বাস্তবায়নে এলাকার সকল অংশের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।তিনি আরো বলেন রাজ্যকে উন্নয়নের শীর্ষে নিয়ে যাওয়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে চলেছে। তিনি বিগত বামফ্রন্ট সরকারের আমলের কাজকর্মের তীব্র সমালোচনা করেন।বর্তমান সরকার মানুষের কাছে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে চলেছে বলে তিনি দাবি করেন।জনকল্যাণকামী কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে যুবসমাজকে এগিয়ে আসছে তিনি আহ্বান জানিয়েছেন।