প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন লরিচালক এর অসাবধানতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।এ ব্যাপারে শান্তির বাজার থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। বাইক এবং লরি আটক করেছে পুলিশ। একই থানা এলাকার জোলাইবাড়ির নবরাম বাড়িতে একটি কমান্ডার জীপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ৯ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা আহতদের উদ্ধারের জন্য চেষ্টা করেন। স্থানীয় লোকজন খবর পাঠান দমকল বাহিনীকে।খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ছুটে এসে আহত ৯জন যাত্রীকে উদ্ধার করে শান্তিরবাজার হাসপাতালে নিয়ে যায়।আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় শান্তিরবাজার হাসপাতাল থেকে তাদের গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শান্তির বাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।এদিকে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার সরমা বাজারে একটি বাইক দুর্ঘটনার কবলে পড়লে স্বামী স্ত্রী গুরুতরভাবে আহত হয়েছেন। সংবাদ সূত্রে জানা গেছে তারা বাইকে করে গন্ডাছড়া থেকে পঞ্চ রতন নিজ বাড়িতে যাচ্ছিল। এসডিএম অফিস সংলগ্ন এলাকায় এসে পৌঁছলে বাইকের সামনে দিয়ে একটি কুকুর দৌড়ে যাওয়ার চেষ্টা করে। তখন বাইক নিয়ে ছিটকে পড়ে ওই দম্পতি। দুর্ঘটনাগ্রস্ত আহত দম্পতিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।