অনলাইন ডেস্ক, ১৮ জানুয়ারি।।প্রায় এক সপ্তাহ আগে চীনের একটি সোনার খনিতে আটকে পড়া শ্রমিকদের মধ্যে ১২ জন ‘এখনো জীবিত’ বলে ধারণা করা হচ্ছে।চীনের পূর্বাঞ্চলে ভূগর্ভে আটকে পড়া খনি শ্রমিকরা উদ্ধারকারীদের কাছে একটি চিরকুট পাঠাতে সক্ষম হয়েছে।
ওই সোনার খনিতে বিস্ফোরণজনিত দুর্ঘটনার এক সপ্তাহেরও বেশি সময় পর তারা চিরকুটটি পাঠাতে সক্ষম হয়।স্থানীয় সরকার সোমবার এ কথা জানায়।
আটদিন আগে গত রবিবার বিকেলে পূর্ব শানডং প্রদেশের কিক্সিয়া শহরের কাছে ওই খনিতে বিস্ফোরণটি ঘটে। এতে করে খনির প্রবেশপথ থেকে ৬০০ মিটারেরও বেশি গভীরে খনির অভ্যন্তরে ২২ জন আটকে পড়ে।
দীর্ঘ সময় ধরে ভেতরে থাকা শ্রমিকদের সঙ্গে কোনো যোগাযোগ না হওয়ায় উদ্ধারকর্মীরা রবিবার বিকেলে খনিটি ড্রিল করেন। তারা জানান, তারা ‘নক করার শব্দ’ শুনতে পান।
স্থানীয় সরকার সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, আটকে পড়া শ্রমিকদের কাছ থেকে প্রেরণ করা একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটটিতে ১২ জন এখনও বেঁচে আছে বলে জানানো হয়। এতে বলা হয়েছে, ‘আমাদের শীতের ওষুধ, ব্যথানাশক, চিকিৎসা টেপ, বহ্যিক অ্যান্টি-ইনফ্লেমেটরি ওষুধের জরুরি প্রয়োজন এবং তিনজনের উচ্চ রক্তচাপ রয়েছে। ’চিরকুট পড়ে আরও জানা গেছে, চারজন আহত হয়েছে।
এতে বলা হয়, ‘আমরা এখনও আশাবাদী, আমরা মনে করি যে উদ্ধারকারীরা থেমে থাকবেন না, ধন্যবাদ। ’তবে এতে অন্য ১০ শ্রমিকের অবস্থা সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।
রাষ্ট্রীয় সম্প্রচার সিসিটিভি থেকে প্রাপ্ত ফুটেজে উদ্ধারকাদের আটকে পড়া খনি শ্রমিকদের জন্য খাবারের পার্সেলগুলি ধাতব তারে যুক্ত করে প্রেরণ করতে দেখা গেছে। আবার পরে তারটি টেনে আনার সময় চিরকুটটি যুক্ত থাকতে দেখা যায়।
শানডং উইসাইলং ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের মালিকানাধীন খনিটির বিস্ফোরটিতে যোগাযোগ পদ্ধতি ও খনি থেকে বেরিয়ে আসার ব্যবহার্য মইটি অত্যন্ত খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। দুর্ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যে দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
চীনে প্রায়ই খনি দুর্ঘটনা ঘটে থাকে। শহরের এক ভূগর্ভস্থ কয়লা খনিতে আটকা পড়ে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় ১৬ জন মারা যাওয়ার মাত্র কয়েকমাস পর ডিসেম্বরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চংকিংয়ের একটি খনিতে আটকা পড়ে ২৩ শ্রমিকের প্রাণহানি ঘটে।