কৃষকদের ট্রাক্টর মিছিল দিল্লিতে ঢুকবে কিনা স্থির করুক পুলিশ, বলল সুপ্রিম কোর্ট

অনলাইন ডেস্ক, ১৮ জানুয়ারি।। তিন কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা। অন্যদিকে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার এখনও পর্যন্ত ওই তিন আইন বাতিল করা হবে এমন কোন ইঙ্গিত দেয়নি। আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকরা ২৬ জানুয়ারি দিল্লিতে ট্রাক্টর মিছিল করতে চান। কৃষকদের ট্রাক্টর মিছিলে যাতে অনুমতি দেওয়া না হয় সে জন্য সর্বোচ্চ আদালতে আবেদন করেছিল দিল্লি পুলিশ।

দিল্লি পুলিশের আবেদনের প্রেক্ষিতে সোমবার শীর্ষ আদালত জানিয়ে দিল, পুলিশই ঠিক করুক প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লিতে কৃষকদের ট্রাক্টর নিয়ে মিছিল করতে দেওয়া হবে কিনা। কারণ এটা আইনশৃঙ্খলা জনিত বিষয়।

দেশের প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ সোমবার বলেছে, দিল্লি পুলিশ এই মিছিলের বিষয়ে যে কোনও ধরনের আইনি ক্ষমতা প্রয়োগ করতে পারে। দিল্লিতে কারা ঢুকবে, কতজনকে ঢুকতে অনুমতি দেওয়া হবে তা আইন-শৃঙ্খলার প্রশ্ন। এ ব্যাপারে পুলিশকেই সিদ্ধান্ত নিতে হবে।

অন্যদিকে সরকারের তরফে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল বলেন, এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক নয়। এই অবস্থায় শীর্ষ আদালত নির্দেশ দিতে পারে। অ্যাটর্নি জেনারেলের এই কথায় যথেষ্ট ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি। তিনি বলেন, পুলিশের কী ক্ষমতা আছে তারা কিভাবে সেই ক্ষমতা প্রয়োগ করবে সবকিছুই কি সুপ্রিম কোর্ট বলে দেবে। কী করতে হবে আমরা আপনাদের কোনভাবেই সেটা বলে দেব না।

কেন্দ্রের পক্ষ থেকে শীর্ষ আদালতকে জানানো হয়, প্রত্যেকেরই আন্দোলন করার অধিকার আছে এটা ঠিক। কিন্তু বিশ্বের সামনে দেশকে অসম্মান করার অধিকার কারও নেই। ২৬ জানুয়ারি দেশে সাধারণতন্ত্র দিবস পালন হয়। ওই দিন রাজধানীর আশপাশের এলাকায় কাউকে যেন ট্রাক্টর, ট্রলি নিয়ে মিছিল করতে দেওয়া না হয়।

অন্যদিকে কৃষকরা জানিয়েছেন, তাঁদের মিছিলে থাকবে ১০০০ ট্রাক্টর। তবে মিছিল হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। মিছিলের জন্য কোনওভাবেই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিঘ্ন ঘটবে না। আউটার রিং রোড দিয়ে এই মিছিল যাবে। একই সঙ্গে কৃষকরা পুলিশের কাছে তাঁদের মিছিল করার বিষয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?