বিশ্বজুড়ে আতঙ্ক বাড়াচ্ছে নয়া স্ট্রেন, আমেরিকায় মৃতের সংখ্যা ছাড়াল ৪ লক্ষ

অনলাইন ডেস্ক, ১৮ জানুয়ারি।। ভোল বদলে আরও শক্তিশালী হয়ে উঠছে করোনাভাইরাস। তার একাধিক মিউটেশনে সন্ত্রস্ত বিশ্ব। রোজ আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়তে দেখা যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ কোটি ৫৪ লক্ষে, মৃত্যু হয়েছে সাড়ে ২০ লাখ আক্রান্তের। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাড়ে ৬ কোটি ৮১ লক্ষের বেশি মানুষ।

আমেরিকার অবস্থাও ভয়াবহ। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (১৮ জানুয়ারি) সকাল পর্যন্ত ২ কোটি ৪৪ লক্ষের বেশি সংক্রমণ। মৃত্যু ৪ লক্ষ ছাড়িয়েছে। অর্থাৎ বিশ্বের মোট মৃত্যুর পাঁচ ভাগের এক ভাগই আমেরিকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোভিড রেসপন্স টিম গঠনের পাশাপাশি ১০০ দিনের লক্ষ্যমাত্রাও নিয়েছেন বাইডেন। তিনি জানান, তাঁর জমানার প্রথম একশো দিনে ১০ কোটি আমেরিকানকে প্রতিষেধক দেওয়া হবে বলে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।

এদিকে করোনার মিউটেশনের জেরে সব খারাপ দশায় ব্রিটেন। ভয়াল পরিস্থিতি থেকে বেরোনোর পথ খুঁজে পাচ্ছে না তারা। একে তো সংক্রমণ বেড়েই চলেছে। তার উপরে মিউটেশন ঘটিয়ে দাপিয়ে বেড়াচ্ছে দু’-দু’টি অতিসংক্রামক স্ট্রেন। এ অবস্থায় প্রধানমন্ত্রী বরিস জনসন ঘোষণা করেছেন, আজ সোমবার স্থানীয় সময় ভোর চারটে থেকে দেশের সব সীমান্ত বন্ধ করে দেওয়া হবে।

প্রসঙ্গত, গত এক-দু’মাসে গোটা বিশ্বে আতঙ্ক বাসা বেঁধেছে ব্রিটেন-স্ট্রেন নিয়ে। বিশেষজ্ঞেরা বলছেন, স্ট্রেনটি ৭০ শতাংশ বেশি সংক্রামক। এর জেরে ব্রিটেনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল বহু দেশ। কিন্তু তাতেও অন্তত ৫০টি দেশে ধরা পড়েছে ব্রিটেন-স্ট্রেন। নয়া আতঙ্ক ছড়িয়েছে অতি সংক্রামক ব্রাজিল-স্ট্রেন। অ্যান্টিবডির ক্ষমতা নাশ করে পুনরায় সংক্রমণের আশঙ্কা বাড়াচ্ছে এই স্ট্রেনটি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?